আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৫ ডিসেম্বর ২০২০, শনিবার |

kidarkar

দর পতেনের শীর্ষে রয়েছে যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১২ দশমিক ৭০ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৩৬ কোটি ৩৬ লাখ ৬৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ২৭ লাখ ৩৩ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের দর কমেছে ১২ দশমিক ৫০ শতাংশ। সপ্তাহজুড়ে ফান্ডটি সর্বমোট ৯ কোটি ২৫ লাখ ১৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৮৫ লাখ ৩ হাজার ৬০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রভাতী ইন্স্যুরেন্সের দর কমেছে  ১১ দশমিক ২৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৭ কোটি ৬৪ লাখ ৩৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৫২লাখ ৮৬ হাজার ৮০০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দাম কমেছে – এসইএমএল আইবিবিএল শরিয়াহ্ ফান্ডের ৯ দশমিক ৮৪ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ২৮ শতাংশ, এসিআই লিমিডেটের ৮ দশমিক ৯৫ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৭৮ শতাংশ, শ্যামপুর সুগার মিলের ৮ দশমিক ৭৩ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়ার ফান্ডের ৮ দশমিক ৪৭ শতাংশ এবং আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৮ দশমিক ৪৩ শতাংশ ।

শেয়ারবাজার নিউজ/মি

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.