আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ ডিসেম্বর ২০২০, রবিবার |

kidarkar

সকলকে আইপিও শেয়ার দিতে কমিটির প্রথম বৈঠক আজ

শেয়ারবাজার রিপোর্ট: আবেদনকারী সবাইকে আইপিও শেয়ার দিতে আইন পরিবর্তন করার জন্য গত বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইস),চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সাথে বৈঠক করেছে বিএসইসি।

পূর্বের সভার সিদ্ধান্তের আলোকে আবেদনকারী সবাইকে আইপিও শেয়ার দেয়ার বিষয়ে আজ রবিবার (১৩ ডিসেম্বর) কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৈঠকে বিএসইসির পরিচালক মনসুর রহমানের সভাপতিত্বে ডিএসই, সিএসই ও সিডিবিএল এর দুজন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন। আজ বিকাল সাড়ে তিনটায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠক থেকে একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে একটি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনটি যাচাই বাছাই করে কমিশন মিটিংয়ে উপস্থাপন করা হয়েছে।

আইপিও প্রক্রিয়া সহজ করতে পাবলিক ইস্যু রুল ২০১৫ পরিবর্তন করতে যাচ্ছে বিএসইসি। পরিবর্তিত আইনের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে আইপিও প্রক্রিয়া শেষ করা হবে। নতুন নিয়মে সকল আবেদনকারী আইপিও’র শেয়ার পাবে।

নতুন আইনে একটি বেনিফিসারি ওনার্স (বিও) হিসাবের মাধ্যমে আইপিও আবেদনের সর্বচ্চো ও সর্বনিম্ম সীমা নির্ধারণ করা হতে পারে। একই সাথে যোগ্য বিনিয়োগকারীদের মত আইপিওতে আবেদন করতে শেয়ারবাজারে বিনিয়োগের শর্ত দেওয়া হতে পারে।

উল্লেখ্য, শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে তালিকাভুক্ত হওয়ার জন্য প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়ায় আবেদন করতে হয় আগ্রহী কোম্পানিগুলোকে। কোম্পানি চাওয়া উত্তোলনকৃত অর্থের অতিরিক্ত আবেদন পড়লে লটারির মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মাঝে শেয়ার বরাদ্ধ দেয়া হয়। এই নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে নিয়ন্ত্রক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.