আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার |

kidarkar

এক যুগ পর বহুজাতিক কোম্পানির তালিকাভুক্ত: ডিএসইতে রবির লেনদেন শুরু

শেয়ারবাজার ডেস্ক: প্রায় এক যুগ পর বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হলো আরও একটি বহুজাতিক কোম্পানি রবি অজিয়াটা লিমিটেড৷ যার অনুমোদিত মূলধন হলো ৬,০০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৫২৩৭.৯৩ কোটি টাকা৷

কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৫ ডিসেম্বর ২০২০ তারিখে তালিকাভুক্তির অনুমোদন পাওয়ার পর আজ ২৪ ডিসেম্বর ২০২০ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে রবি অজিয়াটা লিঃ এর তালিকাভুক্তি চুক্তি স্বাক্ষরিত হয়৷ ডিএসইর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন চীফ রেগুলেটরী অফিসার (চলতি দায়িত্ব) মোঃ আব্দুল লতিফ এবং রবি অজিয়াটা এর পক্ষে কোম্পানির চীফ কর্পোরেট ও রেগুলেটরী অফিসার ও কোম্পানি সচিব শাহেদ৷

এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনার বিক্রম কে দোরাইস্বোয়ামী (Vikram K Doraiswami) এবং মালয়েশিয়ার হাই কমিশনার মিস হাজনাহ্ মোঃ হাশিম (Haznah Md. Hashim) এবং ডেপুটি হাই কমিশনার আমির ফরিদ দাটো আবু হাসান (Amir Farid Dato’ Abu Hasan) ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ এর চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান, পরিচালক সালমা নাসরিন, এনডিসি, মোঃ রকিবুর রহমান, মোহামমদ শাহজাহান এবং ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক এবং কোম্পানির পক্ষে ছিলেন রবি অজিয়াটা লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ কোম্পানির চীফ কর্পোরেট ও রেগুলেটরী অফিসার ও কোম্পানি সচিব শাহেদ আলমসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ৷

ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা এম সাইফুর রহমান এর সঞ্চালনায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতীয় হাই কমিশনার বিক্রম কে দোরাইস্বোয়ামী, তিনি বলেন, আমরা বিশ্বাস করি প্রতিবেশী, অংশীদার এবং গণ পর্যায়ে আমাদের সম্পর্কের জন্য সর্বোত্তম মাধ্যম হচ্ছে ব্যবসা, প্রযুক্তি এবং জনগনের অংশীদারিত্ব৷ তাই রবির সাথে পরিচালিত অংশীদারিত্বটি প্রত্যেকের জীবনকে প্রভাবিত করে৷ তাই এই আইপিও এর জন্য আমরা রবিকে এবং ডিএসইকে অভিনন্দন জানাই৷ একই সাথে প্রত্যেক বিনিয়োগকারী যাতে তাদের বিনিয়োগের সর্বোত্তম লাভ পান সেই কামনা করছি৷ তিনি আরও বলেন, এ বছরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বছর দেশটির স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী৷ যা দেশের জনগনকে সামনে এগিয়ে যেতে অনুপ্রানিত করবে৷

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মালয়েশিয়ার হাই কমিশনার মিস হাজনাহ্ মোঃ হাশিম বলেন, রবি অজিহাটা তালিকাভুক্তি বাংলাদেশে পাবলিক তালিকাভুক্তি জন্য একটি বড় পদক্ষেপ৷ এটি মালয়েশিয়া এবং বাংলাদেশ মধ্যকার দীর্ঘস্থায়ী সম্পর্কের বহিঃপ্রকাশ৷ যা বিশ্বাসের ভিত্তিতে গড়ে উঠেছে৷ এটি ভারতের সাথে নিবিড় সম্পর্কেরও প্রতিফলন ঘটায়৷ এই অংশীদারীত্বের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে তিনি আরো বলেন, রবি অজিয়াটা বাংলাদেশের বৃহত্তম বিদেশী বিনিয়োগকারীদের একজন৷ তাদের এই বিনিয়োগের মাধ্যমে দুই দেশের মধ্যে আস্থার প্রতিফলন ঘটে৷ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার রবি অজিয়াটা এবং সমস্ত মালয়েশিয়ান কোম্পানিগুলোকে যে সমস্ত সহায়তা ও সুবিধাদি প্রদান করেছেন তার জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন৷

ডিএসই চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান রবি অজিয়াটা লিঃ কে ডিএসই’তে তালিকাভুক্তির জন্য অভিনন্দন জানিয়ে বলেন, রবি অজিয়াটার তালিকাভুক্তি ঢাকা স্টক এক্সচেঞ্জ ও রবি অজিয়াটা একই সাথে দেশের পুঁজিবাজারের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা৷ পুঁজিবাজার দেশের অর্থনীতির প্রধান সূচক৷ পুঁজিবাজারকে দেশের সার্বিক উন্নয়নের সাথে একই সারিতে রাখা একটি বড় চ্যালেঞ্জ৷ যেহেতু পুঁজিবাজার দীর্ঘদিন ধরে মানসম্পন্ন আইপিও এর অভাবে ভুগছিল৷ একটি টেকসই পুঁজিবাজার গড়ে তুলতে ভাল, মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির তালিকাভুক্তি অত্যন্ত জরুরী৷ আমরা বিশ্বাস করি রবি অজিয়াটা এমন একটি কোম্পানি যা সত্যিই এক্ষেত্রে সহযোগিতা করতে পারে৷ রবি অজিয়াটা লিঃ এর মতো কোম্পানি পুঁজিবাজারে আসলে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা অনেকাংশে বৃদ্ধি পাবে৷

তার আগে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক এবং রবি অজিয়াটা লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ স্বাগত বক্তব্য প্রদান করেন৷

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.