আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৬ জানুয়ারী ২০২১, বুধবার |

kidarkar

সিরামিক ব্যবসায় ২০০ কোটি টাকা বিনিয়োগে যাচ্ছে এসএস স্টীল

শেয়ারবাজার রিপোর্ট: সিরামিক ব্যবসায় বিনিয়োগে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএস স্টীল লিমিটেড। সে লক্ষ্যে দেশের সিরামিক খাতের কোম্পানি সাউথইস্ট ইউনিয়ন সিরামিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের প্রায় ৭৫% শেয়ার অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে এসএস স্টীল। এতে কোম্পানিটির বিনিয়োগ হবে প্রায় ২০০ কোটি টাকা। আজ ৬ জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সাউথইস্ট ইউনিয়ন সিরামিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেড একটি চায়না-বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। এটির ফ্যাক্টরী খুলনার বাগেরহাটে অবস্থিত। কোম্পানিটির বর্তমান উৎপাদন ক্ষমতা বছরে ৯ কোটি ৬০ লাখ স্কয়ার ফিট। এ সংক্রান্ত বিষয়ে সাধারণ বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে এসএস স্টীল। ইজিএমের তারিখ ও স্থান পরে জানানো হবে।

শেয়ারবাজারনিউ/মা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.