আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ জানুয়ারী ২০২১, রবিবার |

kidarkar

সময়মতো প্রণোদনার কারণেই অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে: শিল্প প্রতিমন্ত্রী

শেয়ারবাজার ডেস্ক: শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি বলেছেন, সময়মতো করোনা প্রণোদনা ঘোষণার কারণেই অর্থনীতির সকল খাত ইতোমধ্যে ঘুরে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে।

শনিবার (৯ ডিসেম্বর) রাজধানীর মিরপুর ১৩ নম্বরে অবস্থিত হাজী আলী হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গরীব ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এ কথা বলেন শিল্প প্রতিমন্ত্রী।

গরীব অসহায়দের সহায়তা করা সমাজের বিত্তবানদের নৈতিক দায়িত্ব উল্লেখ করে শিল্প প্রতিমন্ত্রী বলেন, সমাজের বিত্তবানদের ধর্ম-বর্ণ নির্বিশেষে শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে হবে। সমাজের প্রতি দায়িত্ব পালনে সকলকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী তাঁর ব্যক্তিগত পক্ষ হতে মিরপুর-১৩ নম্বরের ৫০০ গরীব ও অসহায় শীতার্তকে শীতবস্ত্র বিতরণ করেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোফাজ্জল হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ারবাজার নিউজ/মি

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.