আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৪ জুন ২০১৫, রবিবার |

kidarkar

চুরি হওয়া মোবাইল ফিরে পাবার উপায়!

শেয়ারবাজার ডেস্ক:  মোবাইল হারানোর সমস্যা রয়েছে দীর্ঘদিনের। রাস্তায় বেরুলেই এমন সমস্যা হতে পারে। বিশেষ করে রাজধানীর বাসে চলাচল করা একেবারেই নিরাপদ নয়। আর আপনার প্রিয় মোবাইলটি যদি এভাবে চুরি যায় তাহলে আপনি কি করবেন। এমন পরিস্থিতিতে মোবাইল হারালে সেটি ফিরে পাওয়ার জন্য তৈরি হয়েছে এ্যাপস্।  আমরা আগেও দেখেছি অনেক ধরনের এ্যাপস্ রয়েছে। তবে এবারের এ্যাপসটি একটু ভিন্ন প্রকৃতির।  অনলাইনে এই ধরনের একটি এ্যাপস পাওয়া গেছে। তবে এটি কতখানি কার্যকর এবং কিভাবে ব্যবহার করবো তাও জানিনা। আজ আপনাদের শেখাব কিভাবে আপনার ফোন চুরি যাওয়া মোবাইল ফিরে পাবেন। এবার আসুন বিষয়টি দেখে নেওয়া যাক।

প্রথমে গুগল প্লেস্টোর হতে এ্যাপসটি ডাউন লোড করতে এখানে ক্লিক করুন:

এখন ইনস্টল করুন।

এই এ্যাপসটি ইনস্টল করলে নীচের ছবির মতো দেখা যাবে।

stolen-mobile-01

এখন আপনার পাসওয়ার্ড টাইপ করে Ok বাটন চাপুন।

তবে দুটি বক্সে একই পাসওয়ার্ড দিতে হবে।

stolen-mobile-02

 

 

এখন আপনার দেওয়া পাসওয়ার্ড পুনরায় টাইপ করে Ok বাটন চাপুন।

stolen-mobile-03

এবার নিচের ছবিটি লক্ষ্য করুন এবং Deactive এ ক্লিক করুন।

stolen-mobilejpg-05

 

প্রথম বক্সটিতে আপনার ফোন নাম্বার টাইপ করুন ও দ্বিতীয় বক্সটিতে আপনার নাম্বারে কি লিখে ম্যাসেজ আসবে তাই টাইপ করুন।

তারপর Save বাটন চাপুন।

stolen-mobile-07 copy

 

এখন পূনরায় Deactive এ ক্লিক করুন এবং Ok বাটন চাপুন।
(ডুয়েল সিম মোবাইলের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে যেটি উপরের ছবি দেখে বুঝতে পারছেন)
এরপর দেখবেন Deactive এর জায়গায় Active লেখা এসেছে।

 

stolen-mobile-06

 

এখন কেও যদি আপনার ফোন চুরি করে নিয়ে আপনার ফোন সেটে তার সীমটা লাগিয়ে ফোন করে তাহলে সঙ্গে সঙ্গে আপনার নাম্বারে তার নাম্বার হতে একটি এস এম এস আসবে।

এভাবেই আপনি সহজেই পেয়ে গেলেন সেই চোরের নাম্বার।

এখন ইচ্ছে করলে পুলিশের মাধ্যমে আপনি তার গতিবিধি বের করে তাকে ধরেও ফেলতে পারেন। এভাবে চোর ধরা যেতে পারে। (সূত্র: ট্রু টিপস)

 

শেয়ারবাজারনিউজ/অ

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.