আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৯ জানুয়ারী ২০২১, মঙ্গলবার |

kidarkar

৩১ জানুয়ারির মধ্যে ডিএসইকে জমা দিতে হবে সুনির্দিষ্ট পরিকল্পনা

শেয়ারবাজার রিপোর্ট: দিন দিন গতি ফিরে পাচ্ছে দেশের পুঁজিবাজার। পুঁজিবাজারে গতি ফিরলেও তাতে বাধা হয়ে দাড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আইটি। এ সমস্যার সমাধানের জন্য ডিএসই আইটি অ্যাডভাইজরি ও স্ট্র্যাটেজিক ডেভেলোপমেন্ট টিমের সাথে বৈঠকে বসেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ ১৯ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় বিএসইসির কার্যালয়ে বৈঠকে অনুষ্ঠিত হয়।

জানা যায়, আগামী ৩১ জানুয়ারির মধ্যে ডিএসইর আইটি সমস্যা সমাধানের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা জমা দেওয়ার জন্য বলেছে বিএসইসি। এই পরিকল্পনায় অবশ্যই কে কোন কাজ করবে, কত দিনের মধ্যে করবে তার সুনিদৃষ্ট বিষয় উল্লেখ করার জন্য বলা হয়েছে। অন্যদিকে প্রতি মাসের শেষ কার্যদিবসে কাজের অগ্রগতি কমিশনকে জানাতে বলা হয়েছে।

বিএসইসিতে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ। বৈঠকে উপস্থিত ছিলেন, নির্বাহী পরিচালক মো.সাইফুর রহমান,আশরাফুল ইসলাম, ডিএসইর পরিচালক অধ্যাপক একেএম মাসুদ,শাকিল রিজভী, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়ারী, প্রধান তথ্য প্রযুক্তি কর্মকর্তা জিয়াউল করিমসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।

এ বিষয়ে ডিএসইর পরিচালক অধ্যাপক ড. একেএম মাসুদ বলেন, পুঁজিবাজারের উন্নয়নে আইটির সমস্যা সমাধানের পথ খুজতে আজকে বিএসইসি ও ডিএসইর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সমস্যা সমাধানে অনেক সুন্দর আলাপ হয়েছে। যাতে সবাই মিলে একটি উন্নত পুঁজিবাজার গড়ে তুলতে পারি।

জানা গেছে, ডিএসইর আইটি বিভাগের পারফরমেন্সে বিএসইসি হতাশ। ডিএসইর আইটি এখন ২ হাজার কোটি টাকার উপরে লেনদেন হওয়ার ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন সাপোর্ট দিতে পারে না, তাহলে ভবিষ্যতে কি হবে-এ নিয়ে চিন্তিত কমিশন। তাই সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য স্টক এক্সচেঞ্জটির আইটি অ্যাডভাইজরি ও স্ট্র্যাটেজিক ডেভেলোপমেন্ট টিমের সাথে বৈঠকে বসে বিএসইসি। তাদের কোথায় সমস্যা এবং কি প্রয়োজন, তা নিয়ে সভায় আলোচনা হয়।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.