আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২০ জানুয়ারী ২০২১, বুধবার |

kidarkar

বালি সিকিউরিটিজকে দুই লাখ টাকা জরিমানা বিএসইসির

শেয়ারবাজার রিপোর্ট : সিকিউরিটিজ সংক্রান্ত আইন ভঙ্গ করার কারণে বালি সিকিউরিটিজ লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইস)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

আজ বুধবার বিএসইসির ৭৫৮তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

জানা গেছে, (ক) কোম্পানির কনসুলেটেড কাস্টমার ব্যাংক হিসাবে পর্যাপ্ত তহবিল বজায় না রেখে রুল ৮এ(১) এবং (২) অব দ্যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ ভঙ্গ করেছে; (খ) কোম্পানির পরিচালকদের এবং পরিচালককের স্ত্রীকে ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে বিএসইসি ডাইরেকটিভ নং এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/৩১ ডেটেড মার্চ ২৩, ২০১০ ভঙ্গ করেছে; (গ) কোম্পানি ট্রেডিং এর প্রথম থেকে ত্রিশ দিবসের মধ্যে নতুন তালিকাভুক্ত সিকিউরিটিজ ক্রয়ের জন্য ঋণ সুবিধা প্রদান করায় বিএসইসি ডাইরেকটিভ নং এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/১৭৭ ডেটেড অক্টোবর ২৭, ২০১৫ ভঙ্গ করেছে; (ঘ) কোম্পানি তার কিছু গ্রাহককে মার্জিন চুক্তিপত্র না থাকা সত্ত্বেও নগদ হিসাবে ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে রুল ৩(১) এবং ৩(২) অব মার্জিন রুলস, ১৯৯৯ এবং সেকশন ১৬(এ) অব দ্যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ ভঙ্গ করেছে; (ঙ) কোম্পানির একটি স্বতন্ত্র এবং যৌথ হিসাবের নামে অতিরিক্ত হিসাব পরিচালনা করায় ডিপজিটরি (ব্যবহারিক) প্রবিধানমালা, ২০০৩ এর প্রবিধান ২৬(১) ভঙ্গ করেছে; (চ) কোম্পনির অনুমোদিত প্রতিনিধির মাতার নামে ঋণ সুবিধা প্রদান করায় সবিএসইসি ডাইরেকটিভ নং এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/৩১ ডেটেড মার্চ ২৩, ২০১০ ভঙ্গ করেছে এবং কোম্পানি মার্জিন সুবিধার আওতায় গ্রাহককে ‘জেড’ ক্যাচাগরি সিকিউরিটিজ ক্রয়ের অনুমতি দেয়ায় বিএসইসি ডাইরেকটিভ নং এসইসসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/১৬৯ ডেটেড অক্টোবর ০১, ২০০৯ ভঙ্গ করেছে। একারণে বালি সিকিউরিটিজ লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.