আজ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ইং, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ জুন ২০১৫, সোমবার |

kidarkar

রওশনের মতবিনিময় সভা: অতিথি মাত্র ৩ জন

roushonশেয়ারবাজার ডেস্ক: বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের মতবিনিময় সভায় অংশ নিয়েছেন মাত্র ৩ জন অতিথি। জাতীয় সংসদ ভবনের সেমিনার রুমে সোমবার দুপুরে ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি : খাদ্যে ভেজাল-ফরমালিন’ শীর্ষক এক মতবিনিময় সভার আহ্বান করেছিলেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ ও প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। যদিও অতিথিদের মধ্যে শ্যামল দত্ত মতবিনিময়সভার একেবারে শেষ পর্যায়ে উপস্থিত হন।

স্বাগত বক্তব্যে রওশন এরশাদ বলেন, ‘রাস্তায় প্রচণ্ড জ্যাম, বৃষ্টি হচ্ছে। এজন্য অনেকেই আসতে পারেননি। তারপরও যারা এসেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।’

খাদ্যে ভেজাল ও ফরমালিন কারবারিদের ফাঁসি দেওয়ার দাবি জানিয়ে রওশন বলেন, ‘এটি প্রধানমন্ত্রী চাইলেই সম্ভব। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে কেউ আর খাদ্যে ভেজাল মেশাবে না।’

রওশন আরও বলেন, ‘দেশে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই। বঙ্গবন্ধু ১৯৭৪ সালে খাদ্যে ভেজাল প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়ন করেছিলেন, এই আইন এখন বাস্তবায়নের সময় এসেছে।’

সভায় অতিথির উপস্থিতি কম থাকা প্রসঙ্গে জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বলেন, ‘রাস্তায় অনেক জ্যাম। এজন্যই অনেকে আসেননি।’

এদিকে বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভায় জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ নেতারাও উপস্থিত ছিলেন না। ছিলেন না জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুও। সভায় জাপার ৩ জন নারী সদস্যসহ ১১ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

 

শেয়ারবাজারনিউজ/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.