আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ ফেব্রুয়ারী ২০২১, সোমবার |

kidarkar

ফলো-অন এড়াতে পারেনি ভারত, ইংল্যান্ডের বিশাল লিড

শেয়ারবাজার ডেস্ক: চেন্নাই টেস্টে ফলো-অনে পড়েছে স্বাগতিক ভারত। ম্যাচের চতুর্থ দিনে সফরকারী ইংল্যান্ডের বোলিং তোপে ৩৩৭ রানে গুটিয়ে গেছে বিরাট কোহলির দল। এর ফলে ইংল্যান্ডের চেয়ে ২৪১ রানে পিছিয়ে তারা।

ভারতের ইনিংসে সর্বোচ্চ রান করেছেন রিশভ পন্থ। করেছেন ৯১। অপরাজিত ৮৫ রানের ইনিংস খেলেছেন ওয়াশিংটন সুন্দর। এছাড়া রবিচন্দ্রন অশ্বিন করেছেন ৩১। পুজারা ৭৩ রান করেছিলেন।

ইংলিশদের পক্ষে ডমিনিক বিস নিয়েছেন ৪টি উইকেট। এছাড়া জফরা আর্চার, জেমস অ্যান্ডারসন ও জ্যাক লিচ ২টি করে উইকেট নিয়েছেন।

ফলো-অনে পড়লেও ভারতকে আবারও ব্যাটিংয়ে পাঠাননি ইংলিশ অধিনায়ক জো রুট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ইংলিশরা। লক্ষ্য হচ্ছে ভারতে বড় টার্গেট দেওয়া। উল্লেখ্য যে, ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৫৭৮ রান করেছিল।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই উইকেট খুইয়েছে সফরকারীরা। ১ রানে ১ উইকেট হারিয়ে লাঞ্চে গিয়েছে ইংলিশরা। এখন পর্যন্ত তাদের লিড ২৪২ রান। বিরতির পর লিড আরও বড় করার মিশনেই নামবেন তারা।

শেয়ারবাজার নিউজ/মি

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.