আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ ফেব্রুয়ারী ২০২১, সোমবার |

kidarkar

দর বৃদ্ধির শীর্ষে আনলিমা ইয়ার্ন

শেয়ারবাজার ডেস্ক: সসপ্তাহের ‍দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপ টেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষ তালিকার শীর্ষে ওঠে এসেছে  বস্র খাতের কোম্পানি আনলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৪৮ শতাংশ। কোম্পানিটি ১৭২ বারে ১ লাখ ৩৯হাজার ৪২৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৬ লাখ টাকা।

তালিকার ২য় স্থানে থাকা তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ৪৭ শতাংশ। কোম্পানিটি ২০ বারে ৩৯ হাজার ৪২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ লাখ টাকা।

অপরদিকে, তালিকার ৩য় স্থানে থাকা পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ৮৮ শতাংশ। ফান্ডটি আজ  ১৪১ বারে ৭ লাখ ৩ হাজার ৪০২ টি শেয়ার লেনদেন করেছে যার বাজার মূল্য দাড়িয়েছে ৩৭ লাখ টাকা।

একই দিনে, তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ঢাকা ব্যাংকের ১ দশমিক ৬৬ শতাংশ, মীর আখতারের ১ দশমিক ৫৯ শতাংশ,  আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডের ১ দশমিক ২৬ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ১ দশমিক ১৯ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ১ দশমিক ১৬ শতাংশ, স্কয়ার ফার্মার ০ দশমিক ৯৩ শতাংশ এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ০ দশমিক ৬৬ শতাংশ করে শেয়ার প্রতি দর বৃদ্ধি পেয়েছে।

 

শেয়ারবাজার নিউজ/মি

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.