আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ ফেব্রুয়ারী ২০২১, বৃহস্পতিবার |

kidarkar

আজও টপ টেন গেইনারের শীর্ষে লাভেলো আইসক্রিম

শেয়ারবাজার ডেস্ক: সসপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপ টেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষ তালিকার শীর্ষে ওঠে এসেছে সদ্য তালিকাভুক্ত হওয়া তৌফিকা ফুডস এন্ড এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লাভেলো আইস্ক্রিম।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫০ শতাংশ। কোম্পানিটি ৬৭ বারে ৫০হাজার ১৯১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ লাখ  টাকা।

তালিকার ২য় স্থানে থাকা বৃটিশ অ্যামেরিকান টোব্যাকো লিমিটেডের দর বৃদ্ধি পেয়েছে ১২ দশমিক ৬৩ শতাংশ। কোম্পানিটি ২৬ হাজার ৩৩৭ বারে ১৫ লাখ ৬৮ হাজার ৭২৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৬৭ কোটি ৫৮ লাখ টাকা।

অপরদিকে, তালিকার ৩য় স্থানে থাকা গোল্ডেন সনের আজ শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি আজ ২ হাজার ৭২৫ বারে ৬৭ লাখ ১৮ হাজার ৩৯৬ টি শেয়ার লেনদেন করেছে যার বাজার মূল্য দাড়িয়েছে ১০ কোটি টাকা।

একই দিনে, তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – এশিয়ান ইন্স্যুরেন্সের ৫ দমিমিক ৪৬ শতাংশ, ইউনিলিভার কনজুমারের ৫ শতাংশ, রেক্কিট ব্যাংকিসের ৪ দশমিক ৮৫ শতাংশ,  বেক্সিমকোর ৪ দশমিক ৭৯ শতাংশ, ইনফরমেশন সার্ভিসের ৪দশমিক ৪০ শতাংশ,  আরডি ফুডের ১ দশিমিক ৯৭ শতাংশ এবং ডরিন পাওয়ারের শেয়ার প্রতি দর ১ দশমিক ৯৬ শতাংশ করে বেড়েছে।

শেয়ারবাজার নিউজ/মি

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.