আজও পতন শেয়ারবাজারে

শেয়ারবাজার ডেস্ক : দেশের উভয় শেয়ারবাজারে আজ বুধবারও পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। আজ শেয়ারবাজারের সব সূচক কমেছে। সেই সাথে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও কমেছে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩.৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫০৩.৬৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৬৪ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ২৫.৭৬ পয়েন্ট এবং সিডিএসইটি ১৫.৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৫০.৯১ পয়েন্টে, ২১২০.৪০ পয়েন্টে এবং ১১৭৭.৩৯ পয়েন্টে।
আজ ডিএসই ৮৬৩ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৩১ কোটি ৮৭ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৯৯৫ কোটি ৭৩ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০১টির বা ২৯.৩৬ শতাংশের, শেয়ার দর কমেছে ১৪১টির বা ৪০.৯৯ শতাংশের এবং ১০২টির বা ২৯.৬৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৯.৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৩৮.০২ পয়েন্টে। সিএসইতে আজ ২৪০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৯টির দর বেড়েছে, কমেছে ১০২টির আর ৫৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৬ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এ রকম পতন হলে আমরা ক্ষুদ্র বিনিয়োগ কারী বাজারে টিকে থাকতে পারবো না আমাদের যতটুক বিনিয়োগ করা আছে সব টুকু হারিয়ে যাবে মাকের্ট যাহাতে স্থিতিশীল থাকে তাহার উপর কতৃপক্ষের নজর দিতে হবে
Right
Amar cod No 24043Ami 10 Basor jabod sat Blazer Achi Amar chalan Nai Daha Katia Market Balokaran Tana Hala Amra Dal Vt khataparbona ?
Market Balonahala Modosaronir Lock Markets Asbana Bexcko zadi 5Tka Utha Tar PorDin 10Tk KoMa Market Natalia Astha Astha Udla Bniok karira Market Asbana
মার্কেটেে আমার পঞ্চাশ লাখ টাকারও বেশী লোকশান টিকে থাকা কঠিন
২০১০ থেকে ২০২১ মাঝখানে শেয়ার মার্কেট ভাল না থাকার কারনে ২০১৯ পর্যন্ত বিরতি ছিল। লস হওয়ার পরে করোনার পরে মার্কেট ভালর দিকে যাচ্ছিল, এর মধ্যে অাবার ধস মহা ধস, যা পুঁজি ছিল তা গুটানো ডিসেম্বর ২০২০ থেকে শুরু করছি। কিছু কোম্পানীর শেয়ার ফ্লোরে অার ইউনাইটেড ঘেরাকলে অাটকা পড়েছে। যা হওয়ার তাই হচ্ছে।
রাগব বোয়াল ইচ্ছে মতো বাজার তুলে ও নামায়। যেখানে তাদের স্বার্থ থাকে
রবি আজিয়াটা কিনে এখন সর্বস্বান্ত ! ?
রবি যারা কিনেছিল20/30/35টাকায় তারা দান মেরে বাজার থেকে ফয়দা মেরে চলে গিয়াছে 77টাকায় রবি বিক্রি করে কোটি টাকা নিয়ে কারা করা ঘাপটি মেরে আছে সবই জানে এ জন্য টাকু কাকা বলেছিল ফটকা বাজার ও জুয়া বাজার ভাবুন ক্ষত জার হয় সেই বুঝে কত টা,,,কষ্ট
এ ভাবে বাজার কে লাগাম ছেড়ে দিয়ে হটাৎ লাগাম টেনে পাত লা দড়ি ছি রে ফেলেন আর মোটা দরি নিয়ে যারা আসে তারা সব পাতলা দড়ি নিয়ে যায় বন্ধ করুন এই খেলা
মাননীয় শিবলী স্যারকে পেয়ে,আমরা নতুন করে আশার সপ্ন দেখেছি। কিন্তু হঠাৎ করে
ইউনাইটেড এয়ার কে ওটিসি মারকেটে নিয়ে যাওয়ার কারণে সব সপ্ন ভেংগে চুরমার!! আজ
পথের ফকির!! সব আপনজন ঘ্রিনা করে!!
শিবলী স্যারকে অনুরোধ সাধারণ বিনিয়োগ কারীদের কথা চিন্তা করে,ইউনাইটেড এয়ার কে
আবার মুল মারকেটে নিয়ে আসলে, আল্লাহ আপনার সহায় হবে।ইনশআল্লাহ!!