আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২০ ফেব্রুয়ারী ২০২১, শনিবার |

kidarkar

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেপির কর্মসূচি

শেয়ারবাজার ডেস্ক: ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি নিয়েছে জাতীয় পার্টি-জেপি।

কর্মসূচির মধ্যে রয়েছে—প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদেন; ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও উত্তোলন এবং সকাল ৯টায় আজিমপুরস্থ ভাষা শহিদ আবুল, বরকত ও শফিউর রহমানের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ।

জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম দলের সব শাখাকে কেন্দ্রের অনুরূপ কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

শেয়ারবাজার নিউজ/মি

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.