অপপ্রচার বন্ধে কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন

শেয়ারবাজার রিপোর্ট:বিকাশ ও নগদ প্রতিষ্ঠান দুুুুটি নেতিবাচক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। এজন্য দুটি প্রতিষ্ঠানের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংক। বৈঠকের পরও নগদ ও বিকাশ একে-অপরের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ হয়নি। ফলে সব ধরনের প্রচারণায় বিদ্রূপপূর্ণ ও আক্রমণাত্মক শব্দ পরিহার করতে রোববার (০৭ মার্চ) প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বাণিজ্যিক প্রচারণা ও জনসংযোগমূলক বিজ্ঞাপনে এক সেবাদাতা কর্তৃক অন্য সেবাদাতা প্রতিষ্ঠানকে হেয়প্রতিপন্ন করা বা অন্য সেবা সম্পর্কে বিদ্রূপপূর্ণ ও আক্রমণাত্মক শব্দ ব্যবহারের বিষয়টি নজরে এসেছে, যা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত।
এ বিবেচনায় ছাপা কাগজ, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বাণিজ্যিক প্রচারণা, জনসংযোগমূলক বিজ্ঞাপন বা অনুরূপ প্রচারণাসহ অন্য কার্যক্রমে বিদ্রূপপূর্ণ ও আক্রমণাত্মক শব্দের ব্যবহার পরিহারের নির্দেশনা দেওয়া হলো। নেতিবাচক সব ধরনের প্রচারণা থেকে বিরত থাকার পাশাপাশি প্রচারণামূলক সব কার্যক্রমে জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ অনুযায়ী পরিচালনা করার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনা দেওয়া হয়েছে সব মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও পেমেন্ট সার্ভিস অপারেটরকে।
I really like reading through a post that can make men and
women think. Also, thank you for permitting me to comment!
asmr 0mniartist
Hello there, just became aware of your blog through Google, and found that it
is truly informative. I am gonna watch out for brussels.
I will appreciate if you continue this in future.
Numerous people will be benefited from your writing.
Cheers! asmr (j.mp)
0mniartist
Very energetic article, I loved that bit. Will there be
a part 2? asmr – j.mp, 0mniartist