আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ মার্চ ২০২১, শনিবার |

kidarkar

২৪ ঘণ্টায় ডায়রিয়ার প্রকোপে হাসপাতালে ভর্তি শতাধিক

জাতীয় ডেস্ক: বরগুনায় হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা জেনারেল হাসপাতালেই ভর্তি হয়েছেন ডায়রিয়ায় আক্রান্ত ৬২ জন। এছাড়া, পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৬ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি।

বরগুনা জেনারেল হাসপাতাল ঘুরে দেখা গেছে, এখানে শয‌্যার চেয়ে রোগী অনেক বেশি। তাই অনেকেই হাসপাতালের মেঝেতে থেকেই চিকিৎসাসেবা নিচ্ছেন।

ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন শিল্পী সরকার জানান, দুই দিন আগে চার বছর বয়সী সন্তান ও তার ডায়রিয়ার লক্ষণ দেখা দেয়। তাই হাসপাতালে এসেছেন।

একাধিক রোগীর সঙ্গে কথা বলে জানা যায়, ডায়রিয়া ওয়ার্ডে মাত্র আটটি বেড। কিন্তু রোগী অনেক বেশি। তাই ভোগান্তির শেষ নেই।

চিকিৎসকরা সময়মতো ডায়রিয়া ওয়ার্ডে আসছেন না বলে অভিযোগ তাদের।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব হোসেন বলেন, ‘মার্চের প্রথম সপ্তাহে প্রতিদিন গড়ে ২০ জনের মতো রোগী হাসপাতালে ভর্তি হনয়। গত তিন দিনে আক্রান্তের সংখ্যা বেড়ে গড়ে ৪০ জনে পৌঁছায়। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডায়রিয়া রোগী ভর্তির হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। এ পর্যন্ত ২৩০ জন রোগী ডায়রিয়ার চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ১৯৮ জন চিকিৎসাধীন আছেন। চিকিৎসক ও শয‌্যা কম থাকলেও হাসপাতালে ওষুধের সংকট নেই। আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি রোগীদের সেবা দিতে।’

বরগুনার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, ‘গরমের মৌসুম শুরু হওয়ায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এ সময় সবাইকে সচেতন থাকতে হবে। বিশেষ করে, শিশুদের দিকে আলাদা নজর রাখতে হবে। অপরিচ্ছন্ন পরিবেশে থাকার কারণে ডায়রিয়া হচ্ছে। রোগীদের চিকিৎসাসেবা দিতে সাধ্যমতো চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘করোনার বিষয়টিও আমরা মাথায় রেখেছি। এখানে সেবা নিতে এসে যেন কেউ করোনায় আক্রান্ত না হন, সে বিষয়ে মনিটরিং করছি আমরা। উপজেলা পর্যায়েও কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। তাদের পরামর্শ দিচ্ছি।’

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.