আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ মার্চ ২০২১, বৃহস্পতিবার |

kidarkar

‘শাল্লায় হামলার ঘটনায় রক্ষা নেই জড়িতদের’ 

জাতীয় ডেস্ক: সুনামগঞ্জের শাল্লায় হিন্দুদের বাড়িঘরে যারা হামলা চালিয়েছে তাদের রক্ষা নেই বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে যান তিনি। এসময় তিনি এসব কথা বলেন। এর আগে সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারযোগে নোয়াগাঁও গ্রামে যান র‌্যাবের ডিজি।

র‌্যাবের ডিজি বলেন, ‘দেশে যখনই কোনো ঘটনা ঘটেছে সরকার দ্রুত সেই বিষয়ে ব‌্যবস্থা নিয়েছে।’

সন্ত্রাসী একটি চক্র শাল্লায় হিন্দুদের ওপর হামলা করেছে জানিয়ে তিনি বলেন, ‘এটা নিঃসন্দেহে নিন্দাজনক। এমন ঘটনা আমরা বরদাশত করবো না।’

নোয়াগাঁও গ্রামের বাসিন্দারে উদ্দেশে তিনি বলেন, ‘আমি আপনাদের আশস্ত করতে চাই। এ ঘটনা জানার পরপরই আমরা এখানে এসেছি। আমাদের হিন্দু ভাইয়েদের ওপর হামলা হয়েছে। এটা ন‌্যাক্কারজনক। এ ঘটনায় আমি লজ্জা পেয়েছি।’

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.