আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ মার্চ ২০২১, রবিবার |

kidarkar

উত্থান-পতন স্বাভাবিক, কারসাজির বিষয়ে পর্যালোচনা চলছে-বিএসইসি কমিশনার

শেয়ারবাজার রিপোর্ট: শেয়ারবাজারে উত্থান পতন থাকাটাই স্বাভাবিক। কখনো শেয়ারবাজার টানা বাড়বে না, অাবার টানা কমবে না। পুঁজিবাজারের প্রতিটি কার্যক্রমই এ রকম পরিবর্তনশীল। সেটা যাতে সঠিকভাবে পরিবর্তন হয়, সে বিষয়টি লক্ষ্য রাখা হবে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

আজ রোববার সন্ধ্যায় সি‌কিউ‌রি‌টিজ ক‌মিশন ভব‌নে ডিএসই ব্রোকা‌র্স অ্যা‌সো‌সি‌য়েশনের প্র‌তি‌নি‌ধি ও শীর্ষ ব্রোকা‌রেজ হাউ‌জের প্রধান নির্বাহী কর্মকর্তা‌দের (সিইও) স‌ঙ্গে বৈঠক শে‌ষে তি‌নি সাংবা‌দিক‌দের এ কথা ব‌লেন।

গত কয়েকদিনে পুঁজিবাজারে বড় ধরনের পতনের পিছনে কোন কারসাজি আছে কি-না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বিষয়টি ইভ্যালু‌য়েট করার চেষ্টা করছি। এ মুহূর্তে বিষয়গুলো নিয়ে আমরা পর্যালোচনা করছি। সেরকম কিছু হলে আমরা ব্যবস্থা নেব।’

শেখ শামসু‌দ্দিন অাহ‌মেদ ব‌লেন, ‘আজকে আমরা আলোচনা করেছি যে, গত দু’দিন ধরে আমরা দেখেছি কিছু অপ্রয়োজনীয় গুজব মার্কেটে আছে। সেগুলো কোনটি সঠিক নয়।আমরা বলতে চাই যে, যতদিন পর্যন্ত দেশের ব্যাং‌কিং ব্যবস্থা খোলা থাকবে, তত‌দিন পর্যন্ত পুঁজিবাজারও খোলা থাকবে।’

‌তি‌নি ব‌লেন, ‘পুঁজিবাজার যে‌হেতু খোলা থাক‌বে, সে‌হেতু সমস্ত কার্যক্রম চলবে। সেক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটবে না।’

কারসাজি চক্র এখনো সক্রিয় আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘এ রকম কোন তথ্য-উপাত্ত এখনও আমাদের কাছে নেই। যদি আমরা চিহ্নিত করতে পারি, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হ‌বে।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন বিএস ই‌সির নির্বাহী প‌রিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল ক‌রিম, ডিএসই ব্রোকা‌র্স অ্যা‌সো‌সি‌য়েশনের (ডি‌বিএ) সভাপ‌তি মো. শ‌রিফ অা‌নোয়ারন হো‌সেন ও বাংলা‌দেশ মা‌র্চেন্ট ব্যাংকার্স অ্যা‌সো‌সি‌য়েশ‌সের (বিএম‌বিএ) সভাপ‌তি মো. ছা‌য়েদুর রহমান।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.