আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

৩১ মার্চ ২০২১, বুধবার |

kidarkar

আশুলিয়ায় মধ্যরাতে গুলি, আ.লীগ ও বিএনপি প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

জাতীয় ডেস্ক: ঢাকার সাভারের আশুলিয়ায় মধ্যরাতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ও বিএনপি দলীয় ইউপি মেম্বার প্রার্থীর সমর্থকের মধ্যে কয়েক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

এঘটনায় কেউ গুলিবিদ্ধ না হলেও উভয়পক্ষই একে অপরকে দোষী দাবী করে থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন।

গতকাল মঙ্গলবার বিকেলে ইয়ারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কালাম মাদবর ও দুপুরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবু সামা মৃধা আশুলিয়া থানায় পৃথক অভিযোগ দায়ের করেন।

তারা উভয়েই ইয়ারপুর ইউনিয়নে আসন্ন নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী।

ইয়ারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কালাম মাদবর বলেন, ‘আমিও মেম্বার প্রার্থী, আবু সামাও মেম্বার প্রার্থী। কালকা আমার চারটা ছেলের দিয়া আমি ফেস্টুন লাগানোর জন্য পাঠাই। ওর (আবু সামা) বাসার সামনে রাস্তায় গাছে ফেস্টুনগলা যখন লাগাইতে যায় তখন আবু সামার ছেলেপেলেরা ওই ছেলেগুলারে রড দিয়া মারধর করে। একজনের মাথায় আটটা ও আরেকজনের চোখের ওপর চারটা সিলি লাগে। পোলাপানগুলা সাভসর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিছে। আর পোলাপানের কাছে শুনলাম, আবু সামার লোক আনোয়ার হোসেন ভুট্টু হেই নাকি আবার ফাঁকা গুলিও ছুড়ছে। আমি আইজকা বিকালে থানায় অভিযোগ করছি।’

আবু সামা মৃধা বলেন, ‘মানিকগঞ্জ পাড়া এলাকায় বিএনপি নেতা কালাম ও তার বাসা পাশাপাশি। গতকাল রাত পৌনে ১টার দিকে শবে বরাতের নামাজ পড়ে আমি বাসায় আসতেছিলাম। বাসার কাছে পৌঁছতেই আমাকে লক্ষ্য করে কালাম ও তার লোকজন গুলি করে। আমি তিনটা গুলির আওয়াজ শুনছি। পরে আতঙ্কে আমার ভাইয়ের বাসার মধ্যে ঢুকে পড়লে ২০-২৫ জন গেটে বাইরাবাড়ি করে চইলা গেছে।’

কি কারণে তার ওপর হামলা এমন প্রশ্নে তিনি বলেন, ‘প্রায় পনের দিন আগে আমাকে হুমকি-ধামকি ও আমার পোলাপানরে মারধর করছে। তখন আমি থানায় অভিযোগ করছিলাম। গুলি কইরা আতঙ্ক সৃষ্টি করলেতো আর জনপ্রিয়তা পাওয়া যাইব না।’

নির্বাচনি প্রচারণার ফেস্টুন লাগাতে বাধা প্রদান, লোকজনকে মেরে আহত ও আপনার লোকজনেই গুলি করেছে এমন অভিযোগ মিথ্যা বলে দাবী করেন মেম্বার প্রার্থী আবু সামা।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়াউল ইসলাম জিয়া বলেন, ‘এমনিতেও শবে বরাতের রাতে মানুষ বাজি ফুটায়। উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে। এখন গুলি কি না ওইটা তদন্ত করে দেখতেছি। অভিযোগের সত‌্যতা পেলে ব‌্যবস্থা নেওয়া হবে।’

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.