আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ এপ্রিল ২০২১, বুধবার |

kidarkar

মিরকাদিম পৌর মেয়রের বাড়িতে ‘সিলিন্ডার’ বিস্ফোরণে দগ্ধ ১৩

শেয়ারবাজার ডেস্ক: মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মেয়রের বাসভবনে ‘গ্যাস সিলিন্ডার’ বিস্ফোরণে অন্তত ১৩ জন দগ্ধ হয়েছেন।মঙ্গলবার রাত ৯টার দিকে পৌরসভার রামগোপালপুরের মেয়রের বাস ভবনে এ বিস্ফোরণে মেয়রের স্ত্রী কানন বেগম দগ্ধ হলেও মেয়র আব্দুস সালাম অক্ষত রয়েছেন।

এতে আহত চার কাউন্সিলর হলেন মো. সোহেল, মো. আওলাদ, দীন ইসলাম, রহিম বাদশা।

অপর আহতরা হচ্ছেন, মো. মোশারফ, মনির হোসেন, শ্যামল দাস, পান্না, কালু, মো. ইদ্রিস আলী, মঈনউদ্দিন এবং মো. তাজুল।

আহতদের মধ্যে ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।মেয়রের ছেলে আল রাশেদ মানিক জানান, তার মার দেহের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে বলে চিকিৎসক তাকে জানিয়েছেন।

মেয়রের স্ত্রী আইসিইউতে রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

মানিক জানান, তার মা ছাড়াও আরও চার-পাঁচজনের শরীরের অধিকাংশ অংশ দগ্ধ হয়েছে।

আহত প্যানেল মেয়র রহিম বাদশা সাংবাদিকদের বলেন, ওই বাসভবনের তৃতীয় তলার এক কক্ষে মেয়রের সঙ্গে কাউন্সিলরসহ অন্যরা আলাপ করার সময়ই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।

“হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে কক্ষের ভেতর আগুনের শিখা দেখা যায়।বিস্ফোরণে কক্ষের আসবাবপত্র, জানালার কাচ ফেটে চুরমার হয়ে যায়।”

বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে অন্তত ১৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, কীভাবে এ বিস্ফোরণ ঘটেছে তা নিশ্চিত করে বলতে পারছেন না তারা।

“ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা বলতে পারবে কীভাবে সেখানে বিস্ফোরণ ঘটেছে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।”

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.