রবির অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজার রিপোর্ট:পুঁজিবাজারের তালিকাভুক্ত রবি আজিয়াটা লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ অন্তবতীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানির তথ্যমতে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ’২১) রবির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। গতবছর একই সময়ে যা ছিল ৩৩ পয়সা।
রবির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২ টাকা ৬৬ পয়সা। গতবছর এসময় যা ছিল ১৩ টাকা ৯০ পয়সা। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করেছে ২ মে ২০২১।
Sala chiter & batper
রবি একটা ভাল কোম্পানি। ৩% বনাজ অযুক্তিক।
tao 3% to dise at least
Share News Bolse ROBI’R EPS Komasae R Share News 24.Com Bolse EPS Berase. Konti Thik News?
Akane vhul ase..ESP goto bosor ak shomoy chelo 4 poisha and abar hoise 7 poisha..news editorer uchit hobe bhul ta tik kora
Ja hook bujeche toooooo
এখানে একটা মারাত্মক ভুল আছে। গতবছর ইপিএস ছিল ০৪পয়সা। যেখানে প্রকাশক লিখেছেন ৩৩পয়সা।আশা করি দ্রুত সংশোধন করা হবে।