লিন্ডি বিডির লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজার রিপোর্ট:পুঁজিবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ লিমিটেড সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানো গেছে।
৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭০ টাকা ৫৫ পয়সা। আগের বছরের একই সময় ইপিএস ছিল ৮০ টাকা ৯৩৮ পয়সা।
কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৫৫ টাকা ৭৫ পয়সা। আগের বছরের একই সময় এনএভিপিএস ছিল ৩৩৫ টাকা ৭০ পয়সা।
আগামী ২৭ মে, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল।
[email protected]
Though EPS downwards, but dividend exhaustive and remarkable in this day of pandemic. Thanks to the Board.
Valo na
paid up capital এর ৩৫.৫ গুন্ রিজার্ভ থাকার পরও pay out ratio 56.67% (40tk within 70.55tk)dividend এর এমন কার্পন্য করলো /নাহ Board কে thank দেয়া যায়না