আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২০ জুন ২০১৫, শনিবার |

kidarkar

বিজিবি সদস্য অপহরণ জাতির জন্য লজ্জার: দ্রুত উদ্ধারের দাবি

bnpশেয়ারবাজার রিপোর্ট: মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি কর্তৃক অপহৃত বাংলাদেশি বর্ডার গার্ড বিজিবির সদস্য নায়েক আব্দুর রাজ্জাককে দ্রুত উদ্ধারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে বিএনপি। পাশাপাশি বিজিবি সদস্যকে বিজিপির ধরে নিয়ে যাওয়ার ঘটনা ‘গোটা জাতির জন্য অত্যন্ত লজ্জার’ বলে মনে করেছেন বিএনপি।

শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন অভিযোগ করে বলেন, ‘এই বাহিনীর ( বিজিবি) দায়িত্ব বিরোধী দলের আন্দোলন দমানোর জন্য নয়, তাদের দায়িত্ব সীমান্ত রক্ষা করা। বিজিবিকে যথাযথভাবে সরকার ব্যবহার করছে না। এমন অপমানজনকভাবে কোনো বিদেশি রাষ্ট্র যাতে বিজিবি সদস্যদের তুলে না নিতে পারে সেজন্য সরকারকে তাদের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেছেন, বাংলাদেশের সীমান্তে ঢুকে বিজিবি নায়েক রাজ্জাককে ধরে নিয়ে গেছে মিয়ানমান সীমান্ত রক্ষী বাহিনী। পরে তার প্যান্ট খুলে লুঙ্গি ও হাতকড়া পরিয়ে রেখেছে তারা। এখন পর্যন্ত বিজিবি সদস্যকে সরকার উদ্ধার করতে পারেনি। এ ঘটনা দেখে লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যায়।’

বিজিবি মহাপরিচালকের সমালোচনা করে তিনি বলেন, ‘বিরোধী দলের আন্দোলন দমনের সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ গর্ব করে বলেছিলেন, আমাদেরকে অস্ত্র দেয়া হয় কেন? এগুলো ব্যবহার করার জন্য। আমরাও বিশ্বাস করি বিজিবির অস্ত্র আইন সম্মতভাবে ব্যবহার করার জন্যই। কিন্তু এখন সীমান্ত রক্ষায় দায়িত্ব পালনের সময় অস্ত্র থাকার পরও বিজিবি সদস্য অপহৃত হয়ে যায়। আমি প্রশ্ন করতে চাই- তখন তিনি অস্ত্র দিয়ে কি করেন।’

তিনি আরও বলেন, রমজান মাসেও জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। বাজার মনিটরিং হচ্ছে না বলেও দ্রব্য মূল্যোর দাম দ্বিগুন হাওয়ে বাড়ছে। কাজেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ভেজাল বিরোধী অভিযান আরো জোরদার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি সংবাদ সম্মেলন থেকে দলের আটকর শীর্ষ নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি করা হয় ।

 

শেয়ারবাজারনিউজ/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.