আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ এপ্রিল ২০২১, রবিবার |

kidarkar

বাসায় বসে কাজের সুযোগ দিচ্ছে গোল্ডেন হার্ভেস্ট

শেয়ারবাজার ডেস্ক: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক। প্রতিষ্ঠানটিতে ‘অনলাইন ডেটা এন্ট্রি অপারেটর’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

অনলাইন ডেটা এন্ট্রি অপারেটর।

পদসংখ্যা

মোট ৩০০ জন।

যোগ্যতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর কম্পিউটার চালনায় দক্ষতা ও মাইক্রোসফট অফিসে কাজের অভিজ্ঞতা প্রয়োজন। ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল

ঢাকা (বাসা থেকে কাজের সুযোগ)।

বেতন

প্রোডাকশন বেজড।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন। অথবা সিভি ই-মেইল করতে পারবেন ([email protected]) এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ

৩০ এপ্রিল, ২০২১।

সূত্র : বিডিজবস

৪ উত্তর “বাসায় বসে কাজের সুযোগ দিচ্ছে গোল্ডেন হার্ভেস্ট”

  • Md. Didar alam says:

    বয়স সিমা না থাকলে ভালো হতো

  • Md. Didar alam says:

    বয়স সিমা না থাকলে ভালো হতো Apply করতে পারতাম

  • Anonymous says:

    শেয়ার বাজারে এই কোম্পানি শেয়ার ৪৫ টাকা কিনে আমি ধরা খাইলাম এইটা একটা ভালো কোম্পানি ছিলো হঠাং তারা এই শেয়ার কমতে কমতে শেষমেশ আমি বিএি করলাম তাও তখন আমার বোনের বিয়ে পাকা কথা হয়ে ডেট পড়লো আমি ৬০ কি ৭০ হাজার লচে বিএি করি। আর আজ ও কোম্পানি চাকরী দিচ্ছে হাস্যকর আমি ছোট বিনিয়োগ কারী শেয়ারবাজারে আমার ৭০ হাজার যাওয়া মানে অনেক টাকা আর বতমানে এটা তো মনে হয় ১৭ টাকা পড়ে আছে। তো আগে শেয়ার গুলা ওপরে উঠান তারপর না হয় চাকরী অফার দেন আমার মত অনেক ছোট বিনিয়োগ কারী হয়তো এঔ কোম্পানি শেয়ার কিনে লচে আছে

  • জাহিদ আনোয়ার says:

    শেয়ার বাজারে এই কোম্পানি শেয়ার ৪৫ টাকা কিনে আমি ধরা খাইলাম এইটা একটা ভালো কোম্পানি ছিলো হঠাং তারা এই শেয়ার কমতে কমতে শেষমেশ আমি বিএি করলাম তাও তখন আমার বোনের বিয়ে পাকা কথা হয়ে ডেট পড়লো আমি ৬০ কি ৭০ হাজার লচে বিএি করি। আর আজ ও কোম্পানি চাকরী দিচ্ছে হাস্যকর আমি ছোট বিনিয়োগ কারী শেয়ারবাজারে আমার ৭০ হাজার যাওয়া মানে অনেক টাকা আর বতমানে এটা তো মনে হয় ১৭ টাকা পড়ে আছে। তো আগে শেয়ার গুলা ওপরে উঠান তারপর না হয় চাকরী অফার দেন আমার মত অনেক ছোট বিনিয়োগ কারী হয়তো এঔ কোম্পানি শেয়ার কিনে লচে আছে

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.