আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১২ এপ্রিল ২০২১, সোমবার |

kidarkar

ট্রেক ইস্যুর আবেদনের সময় বৃদ্ধি করেছে সিএসই

শেয়ারবাজার ডেস্ক: চিটাগাং স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর বোর্ড এর সিদ্ধান্ত অনুযায়ী সিএসই কর্তৃক নতুন ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফকেট (ট্রেক) ইস্যুর আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে।

নতুন বর্ধিত সময় অনুযায়ী আগামী ৩০ মে ২০২১ ইং বিকাল ০৫:৩০ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

উল্লেখ্য, এর আগে সিএসই নতুন ট্রেক ইস্যুর আবেদনের জন্য ১৫ এপ্রিল পর্যন্ত সময় প্রদান করে। করোনা পরিস্থিতির ভয়াবহতার বিবেচনায় উদ্ভুত পরিস্থিতিতে সরকারের নিষেধাজ্ঞা বিবেচনায় আগ্রহী আবেদনকারীগন/প্রতিষ্ঠানসমূহ যথাসময়ে তাদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতিতে বাধাঁগ্রস্ত হয়। তাই সিএসই এর বোর্ড আগ্রহী আবেদনকারীগন/প্রতিষ্ঠানসমূহের অনুরোধের ভিত্তিতে সময়সীমা বর্ধিত করে নতুন সময় নির্ধারণ করেছে।

আগ্রহী আবেদনকারীগন/প্রতিষ্ঠানসমূহ/প্রার্থীগণ এর নিকট হতে সীলগালা খামের উপরে “Offer for TREC” লিখে ব্যবস্থাপনা পরিচালক , চিটাগাং স্টক এক্সচেঞ্জ, সিএসই বিল্ডিং, ১০৮০, শেখ মুজিব রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম-৪১০০ অথবা চিটাগাং স্টক এক্সচেঞ্জ, ইউনুস ট্রেড সেন্টার (লেভেল-১৫), ৫২-৫৩, দিলকুশা সি/এ, ঢাকা-১০০০ অথবা চিটাগাং স্টক এক্সচেঞ্জ, বাড়ীর নাম- রওশন, বাড়ী নং-৩২, রোড-৩২,নিকুঞ্জ-০১, ঢাকা-১২২৯, বরাবর দরখাস্ত আবেদনের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ফর্ম এবং অন্যান্য আনুষাঙ্গিক তথ্য নিম্নোক্ত লিংক থেকে ডাউনলোড করা যাবেঃ

http://www.cse.com.bd/new.trec_cse_ad

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.