আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ এপ্রিল ২০২১, মঙ্গলবার |

kidarkar

মতিঝিলের জোনের সব থানায় নিরাপত্তা জোরদার

জাতীয় ডেস্ক: মতিঝিল জোনের সব থানায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অত্যাধুনিক অস্ত্র নিয়ে নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন পুলিশ সদস্যরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

গতকাল সোমবার রাতে মতিঝিল জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া, বায়তুল মোকাররমসহ সম্প্রতি বেশকিছু স্থানে যে বিশৃঙ্খলা হয়েছে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে জন‌্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

কোনো হুমকি বা আতঙ্কে নয়, মূলত অপ্রীতিকর বা বিশৃঙ্খলা এড়াতেই আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তিনি জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, মতিঝিল-পল্টন, রামপুরা, খিলগাঁও, সবুজবাগ, মুগদা ও শাজাহানপুর থানায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে বাংকার। সেখানে পুলিশ সদস্যরা পালা করেও দায়িত্ব পালন করবেন।

মতিঝিল ছাড়াও সিলেট মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) থানাগুলো এই নিরাপত্তার আওতায় আনা হয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.