আজ: মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ইং, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ এপ্রিল ২০২১, রবিবার |

kidarkar

উত্থান শেয়ারবাজারে: লেনদেন বাড়লেও কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর

শেয়ারবাজার ডেস্ক: দেশে সর্বাত্মক লকডাউনেও শেয়ারবাজারে সীমিত পরিসরে লেনদেন চালু রয়েছে। আজ রোববার শেয়ারবাজারে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে। তবে আজ কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২১১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪০ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬০২ কোটি ৬২ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৫৬ কোটি ৪২ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৮ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১০৩টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৮০টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪১৩ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭১ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২৯৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ২০৯ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৭৮টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ৬৯ লাখ টাকা।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.