আজ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ইং, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ এপ্রিল ২০২১, রবিবার |

kidarkar

১ হাজার শয্যার করোনা হাসপাতালের যাত্রা শুরু

শেয়ারবাজার ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসা দিতে দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল যাত্রা শুরু করেছে। আজ রোববার রাজধানীর মহাখালীর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভবনে যাত্রা শুরু করেছে এক হাজার শয্যার করোনা হাসপাতাল।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালটির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। এ সময় তিনি বলেন, ‘আগামীকাল সোমবার থেকেই হাসপাতালটিতে রোগী ভর্তি শুরু হবে।’

জাহিদ মালেক বলেন, ‘মাত্র ২০ দিনের মধ্যে পুরো হাসপাতালটি গুছিয়ে এনেছেন অনেকেই। এই হাসপাতালের সঙ্গে যারা ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন এবং আছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। হাসপাতালের কিছু কাজ এখনও বাকি আছে। দ্রুতই সেসব কাজ সম্পন্ন করা হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালটিতে আইসিইউ বেড আছে ১১২টি। এইচডিইউ বেড আড়াইশটি। এ ছাড়া ১৩৮টি আইসিইউ মানের বেড রয়েছে। এই বেডগুলো কেন্দ্রীয় অক্সিজেন সিস্টেমের সঙ্গে যুক্ত। হাসপাতালটিতে জরুরি ওয়ার্ডে ৫০টি বেড রাখা হয়েছে। ৫০টির মধ্যে ৩০টি পুরুষের জন্য ও ২০ নারীদের জন্য। বাকি ৪৫০টি বেডে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ নয় এমন করোনা রোগীদের রাখা হবে।’

উদ্বোধনকালে আরও বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশিদ আলম, বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল সাকিল আহমেদ, মেজর জেনারেল মো. মাহাবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল বশির প্রমুখ।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.