আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৯ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার |

kidarkar

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের এজিএমে ৪৪০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (সাবেক গ্ল্যাক্সোস্মিথক্লাইন) এর ৪৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে শেয়ারহোল্ডাররা গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত বছলের ডিরেক্টর’স রিপোর্ট, অডিটর’স রিপোর্ট এবং অডিটেড অ্যাকাউন্টস অনুমোদন করেছেন, যেখানে প্রতি ১০ টাকার অর্ডিনারি শেয়ারের বিপরীতে ৪৪০% বা প্রায় ৪৪ টাকা নগদ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়েছে।

দেশের বর্তমান করোনা মহামারি পরিস্থিতিতে সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধ ও বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুসরণ করে এবার দ্বিতীয়বারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। সম্মানিত শেয়ারহোল্ডারসহ অন্যান্যদের স্বাস্থ্য নিরাপত্তার কথা ভেবে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড সামাজিক দূরত্ব বজায়ে সর্বোচ্চ সতর্কতা মেনে চলেছে।

কোম্পানির চেয়ারম্যান মাসুদ খান এর সভাপতিত্বতে উক্ত বৈঠকে- কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কেএসএম মিনহাজ, ফিন্যান্স ডিরেক্টর হাসনাইন তৌফিক আহমেদ ছাড়াও অন্য ডিরেক্টরদের মধ্যে উপস্থিত ছিলেন- কেদার লেলে, জাহিদুল ইসলাম মালিতা, এসওএম রাশিদুল কাইয়ুম, মো. আবুল হোসাইন, মোহসিন উদ্দিন আহমেদ এবং রেজাউল হক চৌধুরী। এছাড়া কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ নাহারুল ইসলাম মোল্লা, কোম্পানির সিনিয়র ম্যানেজমেন্ট সহ বেশ কয়েকজন শেয়ার হোল্ডারও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন।

দ্রুত বর্ধনশীল কনজ্যুমার গুডস কোম্পানি ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (ইউসিএল) ১৯৭৪ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম চালিয়ে আসছে। বাংলাদেশে চার দশকের অসাধারণ পথচলায় দেশের স্বাস্থ্য- খাদ্য -পানীয় ক্যাটাগরিতে ইউসিএল শক্তভাবে শীর্ষস্থান ধরে রেখেছে। ইউসিএল এর পোর্টফোলিওতে অন্তর্ভুক্ত রয়েছে হরলিক্স, মালটোভা, বুস্ট এবং গ্ল্যাক্সোস-ডি এর মতো আন্তর্জাতিক ব্র্যান্ড।

ইউনিলিভারের সঙ্গে কোম্পানির সাম্প্রতিক যৌথ সমন্বয়ের পর স্টেকহোল্ডারদের জন্য টেকসই মূল্যবোধ ও যৌথভাবে ভবিষ্যত নির্মাণের মাধ্যমে ইউসিএল নতুন উচ্চতায় পৌঁছানোর স্বপ্ন দেখছে। বাংলাদেশের স্বাস্থ্য ও পুষ্টি শিল্পখাতের সবচেয়ে প্রশংসিত কোম্পানি ইউসিএল দেশের সব ধরনের অপুষ্টির বিরুদ্ধে যুদ্ধে সংকল্পবদ্ধ, যেটি ইউনিলিভারের গ্লোবাল সাসটেইনাবিলিটির এজেন্ডায় অন্তর্ভুক্ত রয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.