আজ: মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ইং, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ মে ২০২১, রবিবার |

kidarkar

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দলে চমক ইমরুল কায়েস

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হবে আগামী সোমবার। এই সিরিজ শেষে দেশে ফিরে আবার শ্রীলঙ্কার মুখোমুখি হবেন তামিম-মুশফিকরা। এই মে মাসের মাঝামাঝিতে বাংলাদেশ সফরে আসবে লঙ্কান দল। ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ২৩ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি।

শনিবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দল ঘোষণা করে। দলে চমক হিসেবে আছেন ওপেনার ইমরুল কায়েস। ইমরুল সর্বোশেষ ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে ছিলেন। দলে প্রথমবার ডাক পেয়েছেন পেসার শহিদুল ইসলাম।

আইপিএল খেলতে ছুটিতে থাকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান প্রাথমিক দলে আছেন।

চলমান শ্রীলঙ্কা সফরের দলের বাইরে দেশে থাকা ক্রিকেটাররা কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করবেন। চলবে ৫ মে পর্যন্ত। এক দিন বিশ্রাম শেষে আবার ৭, ৮ ও ৯ মে তিনদিনের ক্যাম্প চলবে। এর পর ১০ থেকে ১৭ মে ঈদের ছুটি দেওয়া হবে। ঈদের ছুটির পর করোনা পরীক্ষা শেষে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে চূড়ান্ত অনুশীলনে নামবে দল।

আসন্ন সিরিজের সূচি এখনো এখনো ঠিক হয়নি। তবে বিসিবি সূত্রে জানা গেছে, আগামী ১৬ মে বাংলাদেশে সফরে আসবে শ্রীলঙ্কা। ২১ মে গড়াতে পারে সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচ। আর ২৩, ২৫ ও ২৭ মে হতে পারে সিরিজের তিনটি ওয়ানডে।

২৩ সদস্যের প্রাথমিক দল
তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, লিটন কুমার, সৌম্য সরকার, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.