আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৯ মে ২০২১, রবিবার |

kidarkar

ঈদের পঞ্চম দিন আরটিভির আয়োজন

শেয়ারবাজার ডেস্ক: ঈদ-উল-ফিতরে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি বর্ণাঢ্য আয়োজন করেছে। এই ঈদেও দর্শকরা নাটক, সিনেমাসহ নানা রকম অনুষ্ঠান উপভোগ করতে পারবেন চ্যানেলটিতে। চলুন পাঠক এক নজরে দেখে নেয়া যাক ঈদের পঞ্চম দিন কী আয়োজন থাকছে আরটিভিতে।

সকাল ১০টা ১০ মি. : বাংলা ছায়াছবি ‘ভালোবাসলেই ঘর বাধা যায় না’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, রোমানা প্রমুখ।

দুপুর ২টা ১০মি. : বাংলা ছায়াছবি ‘তুমি আমার মনের মানুষ’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।

বিকেল ৫টা ৩০ মি. : বাংলার গায়েন শিল্পীদের নিয়ে বিশেষ ফোক সংগীতানুষ্ঠান ‘স্টুডিও বাংলার গায়েন’। শিল্পী শাহরিয়ার, লাবনী, নিশি, বিলকিস, হৃদয়। প্রযোজক সোহাগ মাসুদ।

সন্ধ্যা ৬টা : গেম শো ‘দি বক্স’।

রাত ৭টা ৩০মি. : একক নাটক ‘মায়া’। রচনা ও পরিচালনা মাবরুর রশিদ বান্নাহ। অভিনয়ে তাহসান খান, মারিয়া নূর, শামীমা নাজনীন প্রমুখ।

রাত ৮টা ৩০মি. : একক নাটক ‘ভাড়ুয়া’। রচনা বৃন্দাবন দাস ও পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, সারিকা প্রমুখ।

রাত ৯টা ৩০মি. : ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘তালমিছরি না হাওয়াই মিঠাই – ২। পরিচালনা সাগর জাহান। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা সাবরিন, আরফান আহমেদ, প্রাণ রায়, মুকিত জাকারিয়া, রিমু রোজা খন্দকার প্রমুখ।

রাত ১০টা : একক নাটক ‘নামকরণ’। রচনা স্বরূপ চন্দ্র দে ও পরিচালনা সঞ্জয় সমদ্দার। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী প্রমুখ।

রাত ১১টা ৫ মি. : একক নাটক ‘ইঁদুর বিড়াল’। রচনা ও পরিচালনা সাজিন আহমেদ বাবু। অভিনয়ে সালাহউদ্দিন লাভলু, নুসরাত ইমরোজ তিশা, নিকুল কুমার মন্ডল প্রমুখ।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.