আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৬ মে ২০২১, রবিবার |

kidarkar

ফিলিস্তিনের প্রেসিডেন্টকে ফোন করলেন জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করেছেন। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্ষমতাগ্রহণের পর এই প্রথম আব্বাসকে ফোন করলেন বাইডেন। তবে তাদের মধ্যে কী কথোপকথন হয়েছে তা জানা যায়নি।

শনিবার (১৫ মে) আব্বাসের মুখপাত্রের বরাত দিয়ে আল-জাজিরা এ খবর জানায়।

আব্বাসকে যখন বাইডেন ফোন দিয়েছেন তখন গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন অব্যাহত রয়েছে। এর আগে শুক্রবার (১৪ মে) ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দূত পাঠান বাইডেন।

বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩৯টি শিশু ও ২২ নারী রয়েছেন। সংঘর্ষে এখন পর্যন্ত আট ইসরায়েলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবস্থিত আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার কার্যালয় বিমান হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.