আজ: বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ইং, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৭ মে ২০২১, সোমবার |

kidarkar

ছিন্নমূল ও দরিদ্রের পাশে এনআরবিসি ব্যাংক

শেয়ারবাজার রিপোর্ট: ঈদ উপলক্ষে প্রত্যন্ত গ্রামাঞ্চলের ছিন্নমূল ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের পরিচালকরা।

পরিচালকদের পক্ষ থেকে প্রতি পরিবারে দেয়া হয়েছে আড়াই হাজার টাকা।

অসহায় পরিবারগুলোর ব্যাংক অ্যাকাউন্টে ঈদের আগের দিন এই অর্থ পাঠানো হয়েছে।

দেশের বিভিন্ন জেলার গ্রামীণ শাখা থেকে এই অর্থ বিতরণ করা হয়।

প্রত্যেক পরিবারের অভিভাবকের জাতীয় পরিচয়ত্রের বিপরীতে নামমাত্র খরচে অ্যাকাউন্ট খুলে এই অর্থ দেয়া হয়।

ঈদ উপহার হিসেবে সর্বমোট ৫০ লাখ টাকা দিয়েছেন ব্যাংকের নয়জন পরিচালক।

সারাদেশের আড়াই হাজার পরিবারকে এই অর্থ দেয়া হয়েছে।

এনআরবিসি ব্যাংকের পরিচালকরা হলেন এসএম পারভেজ তমাল, আবু বকর চৌধুরী, মোহাম্মদ নাজিম, একেএম মোস্তাফিজুর রহমান, এএম সাইদুর রহমান, রফিকুল ইসলাম মিয়া আরজু, মোহাম্মদ আদনান ইমাম, লকিয়ত উল্লাহ ও মোহাম্মদ ওলিউর রহমান।

ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল বলেন, করোনাভাইরাসের সংক্রমণে ছিন্নমূল ও প্রান্তিক আয়ের মানুষ সবচেয়ে বিপাকে পড়েছেন। এসব মানুষের পরিবারের সবার মুখে হাসি ফোটানোর জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। স্বচ্ছতার সঙ্গে প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের অর্থ প্রদান নিশ্চিত করতে আমরা ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দিচ্ছি।

উল্লেখ্য, এনআরবি কমার্শিয়াল ব্যাংক গত মার্চে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে। ব্যাংকটির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার সর্বশেষ ২৩ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

এর আগে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ১২০ কোটি টাকা সংগ্রহ করে ব্যাংকটি। এ জন্য তারা মোট ১২ কোটি শেয়ার বিক্রি করে।

ব্যাংকের পুঁজির গুণগত মানের আন্তর্জাতিক চর্চা ব্যাসেল-৩-এর শর্ত পরিপালনে, উত্তোলিত টাকার ১১০ কোটিই বিনিয়োগ করা হবে সরকারি সিকিউরিটিজে। আর সাড়ে ৬ কোটি টাকা বিনিয়োগ হবে শেয়ারবাজারে।

বর্তমানে এনআরবিসি ব্যাংকের পরিশোধিত মূলধন ৫৮২ কোটি টাকা। নতুন করে উত্তোলিত টাকা যোগ হয়ে তা হয় ৭০২ কোটি টাকা।

১ টি মতামত “ছিন্নমূল ও দরিদ্রের পাশে এনআরবিসি ব্যাংক”

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.