আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ মে ২০২১, মঙ্গলবার |

kidarkar

সূচক কমলেও বেড়েছে ডিএসইর লেনদেন

শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন বেড়েছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। একই সাথে কমেছে দুই বাজারের মূলসূচক।

বাজার বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

সূত্র মতে, আলোচ্য দিনে দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ৭১৯ কোটি ৬৩ লাখ ৪১ হাজার টাকা, যা গত সাড়ে চার মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে গত জানুয়ারি মাসের ৭ তারিখে ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ৭০৮ কোটি ১০ লাখ ৭২ হাজার টাকা।

ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৬৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ২১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ৬০ কোটি ৭৪ লাখ ৫০ হাজার ৩১৫ টাকা। যা আগের দিনের তুলনায় ৫৫ কোটি টাকা কম। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৮৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯২টির। কমেছে ১৬৯টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৮২৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক তিন পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১৯৪ পয়েন্টে।

অপরদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৮৯৮ পয়েন্টে। সিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ১৮৫ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৮৬৮ পয়েন্টে। সিএসই-৫০ সূচক পাঁচ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৬৯ পয়েন্টে। সিএসআই এক পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৪১ পয়েন্টে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.