আজ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ইং, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৫ মে ২০২১, মঙ্গলবার |

kidarkar

১ জুলাই থেকে বাড়ছে পানির দাম

শেয়ারবাজার ডেস্ক: চলতি বছরের ১ জুলাই থেকে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের জন্য পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা। এক্ষেত্রে প্রতি ১ হাজার লিটার পানির দাম ১৫ টাকা ১৮ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা। এছাড়া বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে প্রতি ১ হাজার লিটার পানিতে ৪২ টাকা নির্ধারণ করেছে। বর্তমানে প্রতি ১ হাজার লিটার পানি আবাসিকে ১৪ টাকা ৪৬ পয়সা ও বাণিজ্যিকভাবে ব্যবহৃত পানির দাম ৪০ টাকা দিতে হচ্ছে।

ওয়াসা বোর্ড সভায় সোমবার (২৪ মে) এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই পানির দাম ১ জুলাই থেকে কার্যকর হবে। তীব্র সমালোচনা ও বিতর্কের মুখে পড়লেও সংস্থাটির বর্তমান এমডি তাকসিম এ খান দায়িত্ব নেওয়ার পর গত ১৩ বছরে ১৪ বার পানির দাম বেড়েছে।

২০০৯ সালে ঢাকা ওয়াসার এমডি হিসেবে দায়িত্ব নেন তাকসিম এ খান। গত বছরের অক্টোবরে ওয়াসার এমডি পদে ষষ্ঠবারের মতো নিয়োগ পান তিনি।

করোনা মহামারির এই সময়ে পানির দাম বাড়ানো হচ্ছে কেন জনতে চাইলে ঢাকা ওয়াসা’র একজন কর্মকর্তা বলেন, পানি উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্যের মধ্যে অনেক ব্যবধান তৈরি হয়েছে। বর্তমানে প্রতি ১ হাজার লিটার পানির উৎপাদনে প্রায় ২৫ টাকা ব্যয় হচ্ছে। সেখানে বিক্রি হচ্ছে ১৪ টাকা ৪৬ পয়সায়। ওয়াসার আইন ১৯৯৬–এর ২২ (২) ধারা অনুযায়ী সংস্থাটির বোর্ড ৫ শতাংশ হারে পানির দাম বাড়াতে পারে। এই নিয়ে আজ একটি জাতীয় দৈনিক নিউজ প্রকাশ করেছে। আমরা এই বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবাদ জানাবো।

পানির দাম বৃদ্ধির বিষয়ে জানতে ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য ও ডিসিসিআই-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট ইমরান আহমেদ জানান, পানির দাম বৃদ্ধির বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না। এই বিষয়ে বক্তব্য দেবেন ওয়াসা’র চেয়ারম্যান।

২ উত্তর “১ জুলাই থেকে বাড়ছে পানির দাম”

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.