আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৭ মে ২০২১, বৃহস্পতিবার |

kidarkar

সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ

শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০১ পয়েন্ট বা ১ শতাংশ বেড়ে ৫ হাজার ৯৮৫ পয়েন্টে অবস্থান করছে। যা গত ৫ মাসের মধ্যে সূচকটির সর্বোচ্চ অবস্থান। এখন সূচকটি পরবর্তী কর্মদিবসে আর মাত্র ১৫ পয়েন্ট বাড়লেই ৬ হাজার পয়েন্টের মাইলফলক স্পর্শ করবে।

এদিকে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে বড় ব্যবধানে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে দুই হাজার ৩৬৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৩৬০ কোটি ৬ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। মঙ্গলবার লেনদেন হয়েছিল দুই হাজার  ৮ কোটি ৮২ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০১ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ৫ হাজার ৯৮৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক  ১৪ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৬৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৩টির, দর কমেছে ১৪৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২৮৮ পয়েন্ট। সূচকটি ১৭ হাজার ৩৫৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ১০৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, দর কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.