আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ জুন ২০২১, সোমবার |

kidarkar

করোনায় মৃত্যু ছাড়াল ৩৭ লাখ ৪৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে দেশে দেশে চলছে টিকাদান কর্মসূচি। তবুও থেমে নেই আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। এ দিকে ভাইরাসটির কয়েকটি নতুন ধরনও শনাক্ত করা হয়েছে।

সোমবার (৭ জুন) সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৩৭ লাখ ৪৩ হাজার ৯৩৫ জন। শনাক্ত হয়েছে ১৭ কোটি ৪০ লাখ ৪৮ হাজার ৫৫৯ জন। ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে ১৫ কোটি ৭০ লাখ ৫২ হাজার ৯৪৫ জন।

করোনায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৪২ লাখ ১০ হাজার ৭৮২ জন। এরমধ্যে মারা গেছেন ৬ লাখ ১২ হাজার ৩৬৬ জন।

এ দিকে ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বেড়েই চলছে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৩ লাখ ৪৯ হাজার ২২৯ জন। মরণঘাতী ভাইরাসটিতে সেখানে আক্রান্ত হয়েছে ২ কোটি ৮৯ লাখ ৯ হাজার ৬০৪ জন। এ থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার ৭২৭ জন।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.