আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৩ জুন ২০১৫, মঙ্গলবার |

kidarkar

বিশ্বের অদ্ভুত সব আইন!

lawশেয়ারবাজার ডেস্ক: আইন সবাইকেই মানতে হয়। পৃথিবীতে এমন আনেক আইন আছে যা শুনলে আপনি নিশ্চই অবাক হবেন। অদ্ভুত হলেও সেসব আইন মেনে চলতে হয়। চলুন জেনে নেয়া যাক এমন কিছু অদ্ভুত আইনের কথা…

১. দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় নতুন দেশ সামোয়াতে নিজের বৌয়ের জন্মদিন ভুলে গেলে দণ্ড পেতে হবে।

২. কলম্বিয়ায় মেয়ের বাসরঘরে তার মাকে (বেঁচে থাকলে) উপস্থিত থাকতে হয়!

৩. হংকংয়ে স্ত্রী পরকীয়া করলে স্বামী তাকে খুন করতে পারবে। তবে শর্ত একটাই, খুন করতে হবে খালি হাতে!

৪. জাপানে কোনে মেয়েকে প্রণয়ের প্রস্তাব দিলে আইন অনুসারে মেয়েটি না বলতে পারবে না।

৫. থাইল্যান্ডে ৩০ বছরের বেশি বয়সি অবিবাহিত নারী দেশের সম্পত্তি হিসেবে গণ্য হয়।

৬. দক্ষিণ প্রশান্তমহাসাগরীয় এলাকার ভুখন্ড গুয়ামের আইন হচ্ছে- কোনো কুমারি মেয়ে বিয়ে করতে পারবে না। এখানে কিছু পেশাদার পুরুষ আছে যারা অর্থের বিনিময়ে মেয়েদের কুমারিত্ব মোচন করে। পরে তাদের দেওয়া সনদ দেখিয়ে মেয়েদের বিয়ে হয়।

৭. ফ্রান্সে শুকরের নাম নেপোলিয়ান রাখা আইনত দণ্ডনীয় অপরাধ।

৮. যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে বৃষ্টির পানি সংগ্রহ করতে হলে যৌক্তিক কারণ দেখাতে হবে। নয়তো তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গন্য হবে। এজন্য প্রতারণা বা ছিনতাইয়ের সাজা ভোগ করতে হবে।

৯. ইন্ডিয়ানায় রোববার গাড়ি বিক্রি করা আইনত দণ্ডনীয়।

১০. আরাকানসায় মাসে দুইবার বউ পেটালেই দণ্ড। তবে একবার বৌ পেটালে আইনে আটকাবে না। আর নেভাদায় বৌ পেটানো ধরা পড়লে আইন অনুসারে তাকে আধ ঘন্টা বেঁধে রাখা হবে। তার বুকে ‘বউ পিটিয়ে’ লেখা পোস্টার লাগিয়ে দেওয়া হবে।

১১. আরিজোনায় সাবান চুরি করে ধরা পড়লে তার শাস্তি ওই সাবান দিয়েই নিজেকে ধুতে থাকবে যতক্ষণ না সাবান পুরো শেষ হয়।

 

শেয়ারবাজারনিউজ/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.