আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৫ জুন ২০২১, শুক্রবার |

kidarkar

কোন দেশের বিপক্ষে কত গোল রোনালদোর!

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি ইউরো কাপে ফ্রান্সের বিপক্ষে সবশেষ ম্যাচে দুই গোল করে রেকর্ড করেছেন দেশের হয়ে সবচেয়ে বেশি গোলের।

আন্তর্জাতিক ফুটবলে এত দিন দেশের হয়ে সবচেয়ে বেশি গোলের (১০৯) রেকর্ড ছিল ইরানের সাবেক স্ট্রাইকার আলী দাইয়ির। তার পাশেই এখন রোনালদোর নাম।

ইউরো ক্যাপের শেষ ষোলোয় বেলজিয়ামের বিপক্ষে খেলবে পর্তুগাল। এই ম্যাচে একটা গোল হলেই ছাড়িয়ে যাবেন আলী দাইয়িরকেও।

আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোল পান ২০০৪ সালে। গ্রিসের বিপক্ষে ওই ম্যাভটা ছিল ইউরো কাপে। শুরুর মতো সবশেষ গোল দুটিও এসেছে ইউরো কাপের আসরে। চলতি আসরে এখন পর্যন্ত ৫টি গোল করেছেন তিনি। হাঙ্গেরির বিরুদ্ধে ২টি, জার্মানির বিরুদ্ধে ১টি এবং ফ্রান্সের বিরুদ্ধে ২টি গোল করেছেন।

দেখে নেয়া যাক কোন দেশের বিপক্ষে কত গোল রয়েছে রোনালদোর।

গোল সংখ্যা প্রতিপক্ষ
আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, ইজুয়েডর, ফিনল্যান্ড, ঘানা, গ্রিস, আইসল্যান্ড, ইরান, মরক্কো, জার্মানি, ওয়েলস, ইউক্রেন, স্লোভাকিয়া, সার্বিয়া, পোল্যান্ড, পানামা, উত্তর কোরিয়া, ইসরাইল ও নিউজিল্যান্ড।
আজারবাইজান, বসনিয়া হারজেগোভিনা, ক্যামেরুন, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, মিশর, কাজাখাস্তান, সৌদি আরব ও ফ্রান্স।
বেলজিয়াম, ডেনমার্ক, উত্তর আয়ারল্যান্ড, রাশিয়া, স্পেন ও সুইজারল্যান্ড।
এস্তোনিয়া, ফারো আইল্যান্ড ও নেদারল্যান্ডস।
আরমেনিয়া ও লাটভিয়া,
অ্যান্ডোয়া, হাঙ্গেরি ও লুক্সেমবার্গ।
লিথুনিয়া ও সুইডেন

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.