আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৯ জুন ২০২১, মঙ্গলবার |

kidarkar

সোনালী লাইফের লেনদেন শুরু বুধবার

শেয়ারবাজার ডেস্ক: সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) সম্পন্ন করা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির লেনদেন শুরু হবে আগামীকাল ৩০ জুন, বুধবার। এদিন কোম্পানিটি পুঁজিবাজারে এন ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডিএসইতে কোম্পানির ট্রেডিং কোড হবে “SONALILFE”।

এর আগে আজ ২৯ জুন, মঙ্গলবার কোম্পানিটির শেয়ার বিও হিসাবে জমা হয়েছে।

জানা গেছে, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের আইপিওতে যেসব বিনিয়োগকারী ১০ হাজার টাকার আবেদন করেছেন তারা ১৭টি শেয়ার, যারা ২০ হাজার টাকা আবেদন করেছেন তারা ৩৪টি শেয়ার, যারা ৩০ হাজার টাকার আবেদন করেছেন তারা ৫১টি, যারা ৪০ হাজার টাকার আবেদন করেছেন তারা ৬৮টি এবং যারা ৫০ হাজার টাকার আবেদন করেছেন তারা ৮৫টি শেয়ার পাবেন।। তাছাড়া যারা ৫০ হাজার টাকার বেশি আবেদন করেছেন তারা গুণিতক হারে শেয়ার বরাদ্দ পাবেন।

এর আগে কোম্পানিটির গত ৩০ মে থেকে ৩ জুন পরযন্ত আইপিও আবেদন চলে।

কোম্পানিটি শেয়ারবাজারে ১ কোটি ৯০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৯ কোটি টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি সরকারি ট্রেজারি বন্ড, ফিক্সড ডিপোজিট, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী ছাড়া নেট অ্যাসেট ভ্যালূ ২৫.৪৭ টাকা (কোম্পানিটি কোনো সম্পদ পুন:মূল্যায়ন করেনি) এবং লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের পরিমাণ ৯৫ কোটি ৩৩ লাখ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং অগ্রণী ইক্যুইটি অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.