আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৬ জুলাই ২০২১, মঙ্গলবার |

kidarkar

ব্লক মার্কেট: ৪৪ কোম্পানির ৯৬ কোটি টাকার লেনদেন

শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৪টি কোম্পানির ৯৬ কোটি ২৯ লাখ ৬২ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ২১ লাখ ৪১ হাজার ১৭০টি শেয়ার ৬৩ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৯৬ কোটি ২৯ লাখ ৬২ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে ৪ কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে রেনাটার লিমিটেডের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫২ কোটি ৬৭ লক্ষ ৬০ হাজার টাকার।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রাইম ব্যাংকের ১০ কোটি ৩৮ লক্ষ টাকার টাকার, তৃতীয় সর্বোচ্চ লিন্ডি বিডির ৫ কোটি ৭০ লক্ষ ২৯ হাজার টাকার এবং চতুর্থ সর্বোচ্চ ফরচুন সুজের ৪ কোটি ৮৪ লক্ষ ১০ হাজার টাকার লেনদেন হয়েছে।

তাছাড়া, ঢাকা ডাইংয়ের ৩ কোটি ৬২ লক্ষ ২ হাজার টাকার, বেক্সিমকোর ৩ কোটি ৫৮ লক্ষ টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১ কোটি ৯২ লক্ষ ৬৪ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১ কোটি ৬১ লক্ষ টাকার, এনআরবিসি ব্যাংকের ১ কোটি ৩০ লক্ষ ৭৬ হাজার টাকার, স্কয়ার ফার্মার ১ কোটি ৯ লক্ষ টাকার, আমান কটনের ৯৪ লক্ষ টাকার, সিলকো ফার্মার ৮৭ লক্ষ ৩৬ হাজার টাকার, এবি ব্যাংকের ৭৫ লক্ষ ৮৪ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ৬৮ লক্ষ ৬০ হাজার টাকার, গ্রীন ডেল্টার ৬৩ লক্ষ ৫০ হাজার টাকার, রিপাবলিকের ৪৮ লক্ষ ৫৬ হাজার টাকার, সিঙ্গার বিডির ৪৪ লক্ষ ১২ হাজার টাকার, ডেল্টা লাইফের ৪৩ লক্ষ ৬৬ হাজার টাকার, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৩৯ লক্ষ ৫৩ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৩৬ লক্ষ ৫৫ হাজার টাকার, ম্যাকসন স্পিনিংয়ের ৩৬ লক্ষ ৩৪ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্সের ৩৩ লক্ষ ৯ হাজার টাকার, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৩১ লক্ষ ৮০ হাজার টাকার, অ্যাডভেন্টের ২৭ লক্ষ ৮৩ হাজার টাকার, সফকো স্পিনিংয়ের ২৫ লক্ষ ৩০ হাজার টাকার, সালভো কেমিক্যালের ২৪ লক্ষ ৭ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ডের ১৭ লক্ষ ৭৫ হাজার টাকার, ন্যাশনাল ব্যাংকের ১৬ লক্ষ টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১৫ লক্ষ ৬৮ হাজার টাকার, কেয়া কসমেটিকের ১৫ লক্ষ ৫৫ হাজার টাকার, হামিদ ফেব্রিক্সে ১৫ লক্ষ ৪০ হাজার টাকার, এম পেট্রোলিয়ামের ৯ লক্ষ ৪০ হাজার টাকার, সোনারগাঁও টেক্সটাইলের ৯ লক্ষ ১৭ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৮ লক্ষ ৬৩ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৮ লক্ষ ৫৩ হাজার টাকার, ইউনিয়ন ক্যাপিটালের ৮ লক্ষ ৫০ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফের ৭ লক্ষ ৬৪ হাজার টাকার, পূরবী জেনারেলের ৭ লক্ষ ৩৭ হাজার টাকার, অগ্রাণী ইন্স্যুরেন্সের ৬ লক্ষ ৭২ হাজার টাকার, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৬ লক্ষ ৬০ হাজার টাকার, আমান ফিডের ৬ লক্ষ ১৬ হাজার টাকার, এসকে ট্রিমসের ৬ লক্ষ ১৫ হাজার টাকার, এনার্জিপ্যাকের ৫ লক্ষ ৫০ হাজার টাকার, গ্রামীণ-২ এর ৫ লক্ষ ৪০ হাজার টাকার লেনদেন হয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.