আজ: মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ইং, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

৩১ জুলাই ২০২১, শনিবার |

kidarkar

ইসলামী ব্যাংকের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চলতি অর্থবছরের প্রথমার্ধে (জানুয়ারি’২১-জুন’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৭ শতাংশ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথমার্ধে (জানুয়ারি’২১-জুন’২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০৮ টাকা। আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ১.৯৪ টাকা। এ হিসেবে কোম্পানিটির ইপিএস ০.১৪ টাকা বা ৭ শতাংশ বেড়েছে।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২১-জুন’২১) ইপিএস হয়েছে ১.৬১ টাকা। যার পরিমাণ আগের অর্থবছর একই সময়ে হয়েছিল ১.৫০ টাকা। এ হিসেবে কোম্পানিটির ইপিএস ০.১১ টাকা বা ৭ শতাংশ বেড়েছে।

২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯.৯৭ টাকায়।

২ উত্তর “ইসলামী ব্যাংকের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ”

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.