আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ অগাস্ট ২০২১, বুধবার |

kidarkar

জুলাইয়ে শেয়ারবাজারে ফিরেছে ২০ হাজার কোটি টাকা

শেয়ারবাজার ডেস্ক: নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নানা উদ্যোগে দেশের শেয়ারবাজারে সূচকের রেকর্ড গড়েছে। একই সাথে বাজার মূলধনেও নতুন ইতিহাস সৃষ্টি করেছে। বিএসইসির নানা উদ্যোগের ফসল স্বরূপ বিদায়ী মাস অর্থাৎ জুলাইয়ে বিনিয়োগকারীরা ২০ হাজার কোটি টাকা মূলধন ফিরে পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, জুন মাসের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ১৪ হাজার ২৮২ কোটি ১৩ লাখ ৪ হাজার টাকায়। আর জুলাই মাসের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৩৪ হাজার ৪০৪ কোটি ৮০ লাখ ২৮ হাজার টাকায়। অর্থাৎ মাসের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ২০ হাজার ১২২ কোটি ৬৭ লাখ ২৪ হাজার টাকা বা ৩.২১ শতাংশ ফিরে পেয়েছে বিনিয়োগকারীরা। তবে আগস্ট মাসের ৩ তারিখ ডিএসইর বাজার মূলধন ইতিহাস সৃষ্টি করে ৫ লাখ ৪১ হাজার ৫৬২ কোটি ২৫ লাখ ৩১ হাজার টাকায় দাঁড়িয়েছে।

এদিকে জুলাই মাসে ডিএসইর সব সূচক বেড়েছে। প্রধান সূচক ডিএসইএক্স জুলাই মাসে ২৭৪.৭৭ পয়েন্ট বা ৪.৪৭ শতাংশ বেড়ে ছয় হাজার ৪২৫.২৫ পয়েন্ট দাঁড়ায়। জুন মাসের শেষ কার্যদিবস এই সূচকটি ছয় হাজার ১৫০.৪৮ পয়েন্টে ছিল।

জুন মাসের শেষ কার্যদিবস শরিয়াহ সূচক ছিল এক হাজার ৩১৪.৭৫ পয়েন্টে। যা জুলাই মাসে ৮৬.২৯ পয়েন্ট বা ৬.৫৬ শতাংশ বেড়ে এক হাজার ৪০১.০৪ পয়েন্টে দাঁড়ায়।

আর ডিএসই-৩০ সূচক জুলাই মাসে ১১৯.৫০ পয়েন্ট বা ৫.৪১ শতাংশ বেড়ে শেষ কার্যদিবসে দাঁড়ায় দুই হাজার ৩২৭.৮৭ পয়েন্টে। জুনা মাসের শেষ কার্যদিবস এই সূচকটি ছিল দুই হাজার ২০৮.৩৭ পয়েন্টে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.