আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২০ অগাস্ট ২০২১, শুক্রবার |

kidarkar

আফগানদের নিরাপত্তায় ফেসবুক-টুইটারের নতুন নিয়ম

শেয়ারবাজার ডেস্ক: তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেওয়ার পর দেশটির নাগরিকদের নিরাপত্তার বিষয়ে নতুন পদক্ষেপ নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার এবং লিংকড ইন।

তালেবানের নির্যাতনের ঝুঁকিতে থাকা আফগানদের নিরাপত্তার জন্য বৃহস্পতিবার (১৯ আগস্ট) এই পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।

ফেসবুকের সিকিউরিটি পলিসির প্রধান নাথানিয়েল গ্লেইসার এই ঘোষণা দেন বলে বিবিসির খবরে জানানো হয়।

নতুন নিয়মে আফগানিস্তানের ফেসবুক ব্যবহারকারীরা অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে তাঁদের পোস্ট সুরক্ষিত রাখতে পারবেন। অচেনা কেউ এসব পোস্ট দেখতে পারবেন না। এছাড়া আপাতত ফেসবুকে নিজেদের বন্ধুর তালিকাও হাইড করে রাখা যাবে। মূলত তালেবানের নজরদারি এড়াতে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

নাথানিয়েল গ্লেইসার বলেন, আফগানিস্তানের ব্যবহারকারীদের জন্য আমরা একটি ‘ওয়ান-ক্লিক টুল’ চালু করেছি। এর মাধ্যমে খুব দ্রুত ও সহজেই অ্যাকাউন্ট ‘লক’ করা যাবে। অ্যাকাউন্ট ‘লক’ করলে ব্যবহারকারীর বন্ধু তালিকার বাইরের কেউ তার পোস্ট দেখতে ও প্রোফাইলের ছবি শেয়ার বা ডাউনলোড করতে পারবে না।

প্রোফেশনাল নেটওয়ার্কিং সাইট লিংকড ইনও আফগানদের জন্য বিশেষ নিরাপত্তা পদক্ষেপ নিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আফগান নাগরিকদের নিরাপত্তা ও তথ্যের গোপনীয়তা রক্ষায় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এক বিবৃতিতে টুইটার জানিয়েছে, মানুষকে সুরক্ষিত রাখাকেই তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং এই বিষয়ে তারা সতর্ক রয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, আফগানিস্তানে বিদ্যমান পরিস্থিতির দ্রুত পরিবর্তন হচ্ছে। সাহায্য ও সহযোগিতা প্রত্যাশার ক্ষেত্রে মানুষ টুইটার ব্যবহার করছে বলেও আমরা দেখতে পারছি।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.