আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার |

kidarkar

পানশিরের আকাশে উড়লো তালেবানের পতাকা

আন্তর্জাতিক ডেস্ক: তুমুল লড়াইয়ের পর আফগানিস্তানের সর্বশেষ অঞ্চল হিসেবে ‘পানশির উপত্যকা’ দখলের ঘোষণা দিয়েছে তালেবান। এর মধ্য দিয়ে দেশটির মোট ৩৪টি রাজ্যের সবগুলোই তালেবানের নিয়ন্ত্রণে চলে এসেছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) পানশির দখলের পর সেখানেও পতাকা উড়িয়েছেন তালেবান সদস্যরা। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, পানশির উপত্যকা হচ্ছে আফগানিস্তানের একমাত্র অঞ্চল যা এতদিন তালেবানের নিয়ন্ত্রণের বাইরে ছিল। আফগানিস্তানের এ এলাকাটি শুধু তালেবানের নিয়ন্ত্রণের বাইরে ছিল।

এখন সেটিও তালেবানের নিয়ন্ত্রণ চলে এসেছে।

এদিকে পানশিরের দখল নেওয়ার পর সেখানকার একটি ভিডিও প্রকাশ করেছে তালেবান।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, তালেবানের সশস্ত্র সদস্যরা সেখানে পতাকা উড়াচ্ছেন।

যদিও তালেবানবিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের (এনআরএফ) পক্ষ থেকে ভিন্ন কথা বলা হয়েছে। তারা বলছে, গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় তারা নিজেদের অবস্থান ধরে রেখেছে এবং লড়াই চালিয়ে যাচ্ছে। এনআরএফের নেতা আহমেদ মাসুদ আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। এতে তিনি বলেন, তালেবানকে বৈধতা দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়।

গত ১৫ আগস্ট কাবুল দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের ৩৩টি প্রদেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল তালেবান। পানশির দখলের পর সবগুলো প্রদেশই এখন তাদের নিয়ন্ত্রণে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.