আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার |

kidarkar

এক নজের যেমনভাবে সাজানো হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ দল

স্পোর্টস ডেস্ক: আগামী ১৭ অক্টোবর থেকে প্রথম রাউন্ড দিয়ে মাঠে গড়াবে ক্রিকেটের মেগা আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ১৭ অক্টোবর বিশ্বকাপের প্রথম রাউন্ডের উদ্‌বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রথম পর্ব পার হয়ে দ্বিতীয় পর্বে যাবে বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ড গড়াবে ২৩ অক্টোবর থেকে। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার লড়াই দিয়ে শুরু হবে দ্বিতীয় পর্ব।

বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে নিজেদের স্কোয়াড ঘোষণা দিয়েছে দলগুলো। এক নজরে দেখে নেওয়া যাক কোন দলের স্কোয়াড কেমন হলো।

বাংলাদেশ বিশ্বকাপ দল (রাউন্ড ওয়ান, গ্রুপ বি) 

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

স্ট্যান্ডবাই: রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

শ্রীলঙ্কা বিশ্বকাপ দল (রাউন্ড ওয়ান, গ্রুপ এ)

দাসুন শানাকা (অধিনায়ক), চারিথ আসালানকা, দুষ্মন্ত চামিরা, দিনেশ চান্ডিমাল, আকিলা ধনাঞ্জয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ধনাঞ্জয়া ডি সিলভা, বিনুরা ফার্নান্ডো, নুয়ান প্রদীপ, অভিষ্কা ফার্নান্ডো, প্রবীন জয়াবিক্রমা, চামিকা করুণারত্নে, লাহিরু কুমারা, লাহিরু মাদুশানকা, কামিন্দু মেন্ডিস, কুশল পেরেরা, ভানুকা রাজাপাকসা, পুলিনা থারাঙ্গা, মাহিষ ঠিকশানা।

আয়ারল্যান্ড বিশ্বকাপ দল (রাউন্ড ওয়ান, গ্রুপ এ)

অ্যান্ডি বালবিরনি (অধিনায়ক), মার্ক অ্যাডাইর, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলেনি, জর্জ ডকরেল, শেন গেটকেট, গ্রাহাম কেনেডি, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রিন, ব্যারি ম্যাকক্যার্থি, কেভিন ও’ব্রায়েন, নেইল রক (উইকেটকিপার), সিমি সিং, পল স্টারলিং, হ্যারি টেক্টর।

নামিবিয়া বিশ্বকাপ দল (রাউন্ড ওয়ান, গ্রুপ এ)

জেরহার্ড এরাসমুস (অধিনায়ক), স্টেফান বার্ড, কার্ল বারকেনস্টক, মিচাউ ডু প্রিজ, জ্যান ফ্রাইলিংক, জেন গ্রিন (উইকেটকিপার), জ্যান নিকল লফটি-ইটন, বার্নার্ড স্কল্টজ, বেন শিকংগো, জেজে স্মিট, রুবেন ট্রাম্পেলমান, মাইকেল ভ্যান লিংগেন, ডেভিড উইজ, ক্রেইগ উইলিয়ামস, পিক্কি ইয়া ফ্রান্স।

নেদারল্যান্ডস বিশ্বকাপ দল (রাউন্ড ওয়ান, গ্রুপ এ)

পিটার সিলার (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, ফিলিপ্পে বোইসেভেইন, বেন কুপার, বাস ডি লিডি, স্কট এডওয়ার্ডস, ব্র্যান্ডন গ্লোভার, ফ্রেড ক্লাসেন, স্টেফান মাইবার্গ, ম্যাক্স ও’ডাউড, রায়ান টেন ডেসকাট, লোগান ফন বিক, টিম ফন ডার গুগটেন, রুলফ ফন ডার মারউই, পল ফন মিকেরেন।

রিজার্ভ : টোবিয়ান ভিসি, শেন স্নেটার।

ওমান বিশ্বকাপ দল (রাউন্ড ওয়ান, গ্রুপ বি)

জিশান মাহমুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস (সহঅধিনায়ক), যতিন্দর সিং, খাওয়ার আলী, মোহাম্মদ নাদিম, আইয়ান খান, সুরাজ কুমার, সন্দীপ গৌর, নেস্টর ধাম্বা, কালিমুল্লাহ, বিলাল খান, নাসিম খুশি, সুফিয়ান মেহমুদ, ফাইয়াজ বাট, খুররম খান।

পাপুয়া নিউ গিনি বিশ্বকাপ দল (রাউন্ড ওয়ান, গ্রুপ বি)

আসাদ ভালা (অধিনায়ক), টনি পালা উরা, সেসে বাউ, হিরি হিরি, ড্যামিয়েন রাভু, গৌডি টোকা, নরম্যান ভানুয়া, চার্লস জর্ডান আমিনি, কিপলিন ডোরিগা, জেসন কিলা, লেগা সিয়াকা, সিমন আটাই, জে গার্ডনার, জেসন কিলা, নোজাইনা পোকানা, চাড সোপার, কে ভাগি মরিয়া।

স্কটল্যান্ড বিশ্বকাপ দল (রাউন্ড ওয়ান, গ্রুপ বি)

কাইল কোয়েটজার (ক্যাপ্টেন), রিচার্ড বেরিংটন (ভাইস ক্যাপ্টেন), ডিলান বাজ, ম্যাথিউ ক্রস (উইকেটকিপার), জোস ডেভি, অ্যালাসডায়ার ইভান্স, ক্রিস গ্রেভস, ওলি হ্যারিস, মাইকেল লিস্ক, কালাম ম্যাকলেয়ড, জর্জ মুনসি, সফিয়ান শরিফ, ক্রিস সোল, হামজা তাহির, ক্রেগ ওয়ালেস (উইকেটকিপার), মার্ক ওয়াট, ব্র্যাড হোয়েল।

অস্ট্রেলিয়া বিশ্বকাপ দল (সুপার টুয়েলভ, গ্রুপ ওয়ান)

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথিউ ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, মার্কাস স্টোইনিস, মিচেল সোয়েপসন, জশ ইংলিস

ট্র্যাভেল রিজার্ভ : ড্যান ক্রিস্টিয়ান, নাথান এলিস, ড্যানিয়েল স্যামস।

ইংল্যান্ড বিশ্বকাপ দল (সুপার টুয়েলভ, গ্রুপ ওয়ান)

এউইন মরগ্যান (অধিনায়ক), মঈন আলী, জোনাথন বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, টিমাল মিলস, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

ট্র্যাভেলিং রিজার্ভ : টম কারান, লিয়াম ডউসন, জেমস ভিন্স।

ভারত বিশ্বকাপ দল (সুপার টুয়েলভ, গ্রুপ টু)

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্ত্তী, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামি।

আফগানিস্তান বিশ্বকাপ দল (সুপার টুয়েলভ, গ্রুপ টু)

রশিদ খান, মুজিব উর রহমান, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), করিম জানাত, হযরতউল্লাহ জাজাই, গুলবাদিন নাইব, উসমান গনি, নাভীন উল হক, আসগর আফগান, হামিদ হাসান, মোহাম্মদ নবী, শরাফউদ্দিন আশরাফ, নাজিবুল্লাহ জাদরান, দৌলত জাদরান, হাসমতউল্লাহ শহীদী, শাপুর জাদরান, মোহাম্মদ শাহজাদ (উইকেটকিপার), কায়েস আহমেদ।

রিজার্ভ : আফসার জাজাই, ফরিদ আহমেদ।

নিউজিল্যান্ড বিশ্বকাপ দল (সুপার টুয়েলভ, গ্রুপ টু)

কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেইলর, টম ল্যাথাম, কলিন মানরো, টম ব্লান্ডেল, জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

পাকিস্তান বিশ্বকাপ দল (সুপার টুয়েলভ, গ্রুপ টু) 

বাবর আজম, শাদাব খান, মোহাম্মদ রিজওয়ান, আসিফ আলী, শোয়েব মাকসুদ, আজম খান, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন আফ্রিদি, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ হাসনাইন।

রিজার্ভ : উসমান কাদির, শাহনেওয়াজ দাহানি, ফখহার জামান।

ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ দল (সুপার টুয়েলভ, গ্রুপ ওয়ান)

কিয়েরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান (সহঅধিনায়ক ও উইকেটকিপার), ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, রোস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার (উইকেটকিপার), ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, ওবেড ম্যাককয়, রবি রামপল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ওশানে থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।

রিজার্ভ : জেসন হোল্ডার, আকিল হোসেন, শেল্ডন কট্রেল, ড্যারেন ব্রাভো।

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ দল (সুপার টুয়েলভ, গ্রুপ ওয়ান)

তেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, বিয়র্ন ফোরটুইন, রিজা হেনড্রিকস, হেইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, আনরিখ নর্কিয়ে, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডাসেন।

রিজার্ভ : অ্যান্ডাইল ফেলুকোয়ায়ো, লিজাড উইলিয়ামস, জর্জ লিন্ডে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.