আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৯ জুন ২০১৫, সোমবার |

kidarkar

যুক্তরাষ্ট্র: কোন দেশের কতটা পছন্দ!

net-us-favorable-worldwideশেয়ারবাজার ডেস্ক: পৃথিবীর মহাশক্তিধর দেশ যুক্তরাষ্ট্র। অনেকের মনেই যুক্তরাষ্ট্র নিয়ে যেমন আছে বাসনা, আবার অনেকেরই চক্ষুশুল তাদের সামরিক নীতির কারনে। আর এ বিষয়েই বিশ্বখ্যাত পিউ রিসার্চ ইন্সটিটিউট করেছে এক ভিন্নধর্মী জরিপ। খবর: বিজনেস ইনসাইডার।

জরিপের বিষয়বস্তু ছিল; যক্তরাষ্ট্রকে কারা কতটা পছন্দ করেন।

জরিপে উঠে আসে যুক্তরাষ্ট্র ও তার কার্যকলাপ পছন্দ করার তালিকায় শীর্ষে রয়েছে ফিলিপাইন। দেশটির প্রায় ৮৫ ভাগ লোকই পক্ষে রয়েছেন, বিপক্ষে রয়েছেন মাত্র ১৪ ভাগ। আর অপছন্দ করার শীর্ষে  রয়েছে আবরবের দেশ জর্ডান। দেশটির প্রায় ৬৯ ভাগই বিপক্ষে রয়েছেন।

পিউ রিসার্চ ইন্সটিটিউটের এ জরিপে উঠে এসেছে মজাদার তথ্য। মোট উনচল্লিশটি দেশের মানুষের ওপর চালানো হয় এ জরিপ। জরিপে অনেকগুলো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন থাকে এমন ‘যুক্তরাষ্ট্রকে আপনি কতটা পছন্দ করেন?’। আর এ প্রশ্নের উত্তরের ওপর ভিত্তি করেই সাজানো হয় জরিপের ফলাফল।

জরিপে উঠে আসে যুক্তরাষ্ট্র সম্পর্কে নানা তথ্য। সাব-সাহারান আফ্রিকান দেশের নাগরিকদের মধ্যে দেশটির জনপ্রিয়তা সবচাইতে বেশি অনুপাতে দেখা গেছে। ছয়টি দেশের মধ্যে ৫টি দেশের নাগরিকদের মধ্যেই অধিকাংশ দেশটির পক্ষে বলেছেন। একজন কৃষ্ণাজ্ঞ ব্যাক্তি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এমনটা হতে পারে।

এশিয়ার প্রভাবশালী দেশ রাশিয়ার ৬৬ শতাংশ নাগরিকই যুক্তরাষ্ট্র সম্পর্কে নাখোশ। দক্ষিন এশিয়ায় এ তালিকায় এগিয়ে রয়েছে পাকিস্থান। দেশটির প্রায় ৪০ শতাংশ নাগরিকই যুক্তরাষ্ট্রের বিপক্ষে। দক্ষিন এশিয়ার আরেক দেশ ভারতের চিত্র সম্পূর্ণ উল্টো। দেশটির প্রায় ৬২ শতাংশ নাগরিকই আমেরিকাপ্রেমি।

আর ভিন্ন মতাবলম্বী দেশগুলোর মধ্যেও দেশটির জনপ্রিয়তা কম নয়। এশিয়ান, ল্যাটিন আমেরিকান ও ইউরোপিয়ানদের মধ্যে গড়পড়তা চিত্র পাওয়া গেছে।

অন্যদিকে, আরব দেশগুলোতে অধিকাংশই যুক্তরাষ্ট্র সম্পর্কে  নেতিবাচক ধারণা পোষণ করেন। প্রায় ৬০ ভাগ লোকই দেশটির বিরুদ্ধে মতপ্রকাশ করেন। আর এ তালিকার শীর্ষৈ আছে জর্ডান।

 

শেয়ারবাজারনিউজ/ও/তু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.