আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১২ অক্টোবর ২০২১, মঙ্গলবার |

kidarkar

কাল বন্ধ থাকবে স্বর্ণের দোকান

শেয়ারবাজার রিপোর্ট: সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আগামীকাল বুধবার দে‌শের সব জুয়েলারি দোকান বন্ধ রাখার ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মঙ্গলবার (১২ অক্টোবর) বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার দেশের সব জুয়েলারি দোকান বন্ধ থাকবে। সারা দেশের সব জুয়েলারি ব্যবসায়ীকে এ সিদ্ধান্ত অনুযায়ী অষ্টমী পূজার দিন দোকান পূর্ণ দিবস বন্ধ রাখার অনুরােধ জানি‌য়ে‌ছে বাজুস।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ১৯১৩ সালের কোম্পানি আইনে নিবন্ধিত ও বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্স প্রাপ্ত একটি অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক বাণিজ্য সংগঠন। ১৯৮৪ সালের ২৮ জুলাই প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে।

সংগঠনটি এফবিসিসিআইয়ের প্রথম শ্রেণির মর্যাদা সম্পন্ন সক্রিয় সদস্য। বায়তুল মোকাররম মার্কেটে এর প্রধান কার্যালয় অবস্থিত। বর্তমানে বাজুসের প্রায় ১৮ হাজার সদস্য রয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.