আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২০ জানুয়ারী ২০১৫, মঙ্গলবার |

kidarkar

দুই সিকিউরিটিজ হাউজকে জরিমানা

BSECশেয়ারবাজার রিপোর্ট : ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দুটি সিকিউরিটিজ হাউজকে বিভিন্ন কোম্পানির শেয়ার শর্টসেল করার কারণে ৬ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। হাউজগুলো হলো : ডিএসইর ১০৬ নং সদস্য আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড এবং সিএসইর ৩৮ নং সদস্য এসআর ক্যাপিটাল লিমিটেড। বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) শেয়ার শর্টসেল করায় ডিএসইর ১০৬ নং সদস্য আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ হাউজের ২১৬৫৬ নং ক্লায়েন্ট কোডে ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ২ হাজার ২০০ শেয়ার শর্টসেল করা হয়। যা ঢাকা স্টক এক্সচেঞ্জ (শর্টসেল) রেগুলেশন ৪(১) ধারার সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে আইল্যান্ড সিকিউরিটিজকে জরিমানা করেছে বিএসইসি।
অন্যদিকে ৫টি অ্যাকাউন্টের মাধ্যমে শর্টসেল করায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ৩৮ নং সদস্য এসআর ক্যাপিটাল লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করেছে কমিশন। এ হাউজের ক্লায়েন্ট মো: সিদ্দিকুর রহমানের অ্যাকাউন্টে আফতাফ অটোমোবাইলসের ১২ হাজার ৭০০ শেয়ার,বাবুল হোসেনের অ্যাকাউন্টে ইউনাইটেড এয়ারওয়েজের ১০ হাজার শেয়ার,শাহেস্তা মিয়ার অ্যাকাউন্টে অলটেক্সের ৫ হাজার ৫০০ শেয়ার,আব্দুল মোতালেবের অ্যাকাউন্টে ২ লাখ ২৫ হাজার শেয়ার এবং বেনু দেবনাথের অ্যাকাউন্টে ইউনাইটেড এয়ারওয়েজের ৮২ হাজার ২০০ শেয়ার শর্টসেল করা হয়েছে। যা চিটাগাং স্টক এক্সচেঞ্জ (শর্টসেল) রেগুলেশন,২০০৫ এর ৪(১) ধারার লঙ্ঘন। এ কারণে হাউজটিকে ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয় কমিশন।
উল্লেখ্য, জরিমানার ধার্যকৃত অর্থ আগামী ১৫ দিনের মধ্যে কমিশনের অনুকুলে ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে বলে জানা গেছে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.