আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৮ নভেম্বর ২০২১, রবিবার |

kidarkar

শেয়ারবাজারের উন্নয়নে অর্থমন্ত্রণালয়ের সঙ্গে বিএসইসির বৈঠক

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের উন্নয়নে করণীয় নিয়ে অর্থমন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ চৌধুরী ও অর্থমন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহর সঙ্গে বৈঠক করেছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও কমিশনার অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদ।

রোববার (২৮ নভেম্বর) অর্থমন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, শেয়ারবাজারের উন্নয়নের লক্ষ্যে করণীয় নিয়ে অর্থমন্ত্রনালয় ও বিএসইসির মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে শেয়ারবাজারের সার্বিক দিক নিয়ে আলোচনা করা হয়েছে। বাজারকে এগিয়ে নিতে বিএসইসির পক্ষ থেকে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। যার আলোকে অর্থমন্ত্রণালয় থেকে শেয়ারবাজারের উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন সচিবেরা।

৭ উত্তর “শেয়ারবাজারের উন্নয়নে অর্থমন্ত্রণালয়ের সঙ্গে বিএসইসির বৈঠক”

  • Rafiq says:

    Share marlet balo takle beker somossa dor hobe job ar pisene dowrabena sontras dor hove kinto ekti kota mas bar bar pizi koty teke anbe bolen akto lober asy biniog kore sottro binigkari kob koster taka ta zodi bar bar nisso hoy tahole bebsa ki teke korbe ekon ze obosta namse 2010 saryse 100taker sare 25 taka rin newa amar kota holo sb somy mar ket balo rakon 9000 index tana barok tar por abar 100/ 200point namok 100 tk share boro zor 90 takatte aste pare 10taka komebabar 15 takaka barbe ti bole akadare fesbelor te namy poti bar force sel dy taka ses hoy beker dor koron share mare ket balo takok ata kamona ato namle manos gali galas kore obi sab dey keno obisab niben soby ke sozog din taka kamanor plese

  • Anonymous says:

    Plese beker der kota cinta koron somadan koron ato namle pozi to takena taka pabena bebser zonno sontras dor hobe share mare ket balo takle plese babon soby somazta amader sobar daittio sobar plese

  • মোঃ সাহাব উদ্দিন মোল্লা দল says:

    অর্থ মন্ত্রণালয় সঙ্গে বিএসইসি বৈঠক হয়েছে শেয়ার বাজার ভবিষ্যতে আরো অনেক ভালো হবে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা বিশ্বাস স্থাপন করেছে। সাধারণ বিনিয়োগকারী আশায় আশায় থাকে নীতি নির্ধারণ করেন তারা যেন সঠিক সিদ্ধান্ত গুলো সাধারণ বিনিয়োগকারীদের অনূকূলে আসেন। কয়েকদিন যাবত বাজার যেভাবে কমতে শুরু করেছে এতে বাজার সংশোধন বলা যায় না চেয়ারম্যান মহোদয় অক্লান্ত পরিশ্রমের ফলে সাধারণ বিনিয়োগকারীদের কাছে লাখ লাখ বিনিয়োগকারীদের নজরে আসে বর্তমান চেয়ারম্যান মহদোয় সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহর রহমতে ভালো থাকবেন সবাই এই এইটা কামনা করে।

  • আসলাম উদ্দিন আহমেদ says:

    প্রতিটা প্রতিষ্ঠান যেন শেয়ার বিনিয়োগ তাদের ৩০% থাকেন ,সেই দিকে বি এস সির নজর দিতে হবে ,তা না হলে সাধারণ বিনিয়োগকারীদের জন্য অনেক ক্ষতিকর প্রভাব ফেলবে এবং তাদের পুঁজি হারিয়ে যাওয়া ফেরত পাবেন না ? আপনার আমার সবার অনুরোধে সাড়া দিয়ে প্রতিষ্ঠানের মালিক দের ৩০% যাদের নেই তাদের এক মাসের মধ্যে ৩০% শেয়ার কেনার হূকুম তলব করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় , নতুন শেয়ার বাজার থেকে নতুন শেয়ার ছেড়ে না দিয়ে বাজার গতিশীলতা আনতে হবে এটা সাধারণত বিনিয়োগকারীদের জন্য শুভকামনা দাবি করেন

  • Anonymous says:

    আমাদের পুঁজি তো এক রকম শেষ! এখন কোম্পানিগুলো থাকবে কিনা, সেটাই সন্দেহ।

  • আমির হোসেন says:

    অত্যন্ত দুঃখজনক ঘটনা শেয়ার বাজারে ঘটে চলেছে । বাংলাদেশ ব্যাংক বার বার শেয়ার বাজার ধ্বংস করার সফল ভিলেন হিসেবে আবির্ভূত হচ্ছেন । সকল মহলকে এর প্রকৃত প্রতিকার খুঁজে বের করতে অনুরোধ করছি ।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.